০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘মন কি বাত’ থেকে ২০২৫-এর মধ্যে যক্ষ্মামুক্ত ভারত গড়ার ডাক মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্ক:  মন কি বাতের ১০২ তম পর্ব থেকে যক্ষ্মামুক্ত ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এবার তাঁর আমেরিকা সফরের জন্য এই বিশেষ অনুষ্ঠানের দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

১০২ পর্বের মন কি বাত থেকে মোদি দেশবাসীর উদ্দেশে বলেন, ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা থেকে দেশকে পুরোপুরি মুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান (নি-ক্ষয় মিত্র উদ্যোগ) বাস্তবায়িত হয়েছে। দেশের তরুণ প্রজন্মও টিবি মুক্ত ভারত গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

ছত্রপতি শিবাজি মহারাজকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, শিবাজির সাহসিকতার পাশাপাশি তাঁর শাসন ও পরিচালনার দক্ষতা থেকে অনেক কিছু শেখার আছে। শিবাজী মহারাজের কাজের মধ্যে বিশেষত জল ব্যবস্থাপনা এবং নৌবাহিনীর বিষয়ে তাঁর কার্যপ্রণালী আজও ভারতীয় ইতিহাসের গর্বকে বাড়িয়ে তোলে। তাঁর তৈরি দুর্গগুলো বহু শতাব্দী পরেও সমুদ্রের মাঝখানে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে।
ভারতের বিপর্যয় মোকাবিলাকারী দলের প্রশংসাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে। অতীতের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং সাম্প্রতিক সাইক্লোন বিপর্যয়ের থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
ভারত দুর্যোগ মোকাবিলায় আগের চেয়ে এখন অনেক বেশি প্রস্তুত বলে জানান মোদি।

উত্তরপ্রদেশে একটি নদীকে পুনরুজ্জীবিত করার জন্য মানুষের প্রচেষ্টার প্রশংসা করে মোদি বলেন, উত্তরপ্রদেশের হাপুর জেলায় মানুষ একটি বিলুপ্ত নদীকে পুনরুজ্জীবিত করেছে। নদীর উৎসকেও অমৃত সরোবর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই মাসে ক্রীড়াজগতেও ভারতের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন মোদি।
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস প্রসঙ্গে মোদি বলেছেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘যোগা ফর বসুধাইবা কুটুমবকম’। এটি যোগের উদ্দীপনা প্রকাশ করে এবং আমাদের একত্রিত করে।” আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের সদর সফতরে যোগ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মন কি বাত’ থেকে ২০২৫-এর মধ্যে যক্ষ্মামুক্ত ভারত গড়ার ডাক মোদির

আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মন কি বাতের ১০২ তম পর্ব থেকে যক্ষ্মামুক্ত ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এবার তাঁর আমেরিকা সফরের জন্য এই বিশেষ অনুষ্ঠানের দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

১০২ পর্বের মন কি বাত থেকে মোদি দেশবাসীর উদ্দেশে বলেন, ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা থেকে দেশকে পুরোপুরি মুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান (নি-ক্ষয় মিত্র উদ্যোগ) বাস্তবায়িত হয়েছে। দেশের তরুণ প্রজন্মও টিবি মুক্ত ভারত গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

ছত্রপতি শিবাজি মহারাজকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, শিবাজির সাহসিকতার পাশাপাশি তাঁর শাসন ও পরিচালনার দক্ষতা থেকে অনেক কিছু শেখার আছে। শিবাজী মহারাজের কাজের মধ্যে বিশেষত জল ব্যবস্থাপনা এবং নৌবাহিনীর বিষয়ে তাঁর কার্যপ্রণালী আজও ভারতীয় ইতিহাসের গর্বকে বাড়িয়ে তোলে। তাঁর তৈরি দুর্গগুলো বহু শতাব্দী পরেও সমুদ্রের মাঝখানে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে।
ভারতের বিপর্যয় মোকাবিলাকারী দলের প্রশংসাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে। অতীতের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং সাম্প্রতিক সাইক্লোন বিপর্যয়ের থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
ভারত দুর্যোগ মোকাবিলায় আগের চেয়ে এখন অনেক বেশি প্রস্তুত বলে জানান মোদি।

উত্তরপ্রদেশে একটি নদীকে পুনরুজ্জীবিত করার জন্য মানুষের প্রচেষ্টার প্রশংসা করে মোদি বলেন, উত্তরপ্রদেশের হাপুর জেলায় মানুষ একটি বিলুপ্ত নদীকে পুনরুজ্জীবিত করেছে। নদীর উৎসকেও অমৃত সরোবর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই মাসে ক্রীড়াজগতেও ভারতের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন মোদি।
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস প্রসঙ্গে মোদি বলেছেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘যোগা ফর বসুধাইবা কুটুমবকম’। এটি যোগের উদ্দীপনা প্রকাশ করে এবং আমাদের একত্রিত করে।” আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের সদর সফতরে যোগ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।