মোদির নিশানায় কংগ্রেস, ‘পরিবারতন্ত্র দলে উন্নতি সম্ভব নয়’ কটাক্ষ প্রধানমন্ত্রীর

- আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘সকলেই কংগ্রেসকে ছেড়ে পালাতে চাইছে’ বলে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছে, দেশের উন্নতির কোনও রোডম্যাপ নেই কংগ্রেসের কাছে। তাই সবাই কংগ্রেস ছাড়তে চাইছে। কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়েও সরব হন মোদি। তিনি বলন, “শুধুমাত্র মোদি বিরোধীতা করে কংগ্রেস ভোটে জিততে পারবে না। পরিবারতন্ত্র দলে উন্নতি সম্ভব নয়।”
শুক্রবার রাজস্থানে একটি ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশ ও সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস। তাই নিজেদের টার্গেট থেকে সরে গিয়েছে তাঁরা। ফলে দেশবাসী তাঁদেরকে আর ভরসা করছে না। দেশের উন্নতির ক্ষেত্রে বিজেপি কাজ করছে। আমাদের সব কাজেই কংগ্রেস শুধু দোষ ধরছে। দেশবাসী এটা মানবে না।