পুবের কলম প্রতিবেদক: আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমযান। একটা মাস রোযা পালন করে ইসলামের প্রতি আর নিষ্ঠাবান হতে তৈরি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা। আর সেই রমযানের আগেই ফের একবার উমরাহ পালন করতে সউদি আরব উড়ে গেলেন মুহাম্মদ সিরাজ। উল্লেখ্য, ২০১৯ সালে ও ২০২২ সালে দু’বার পবিত্র উমরাহ করে এসেছেন সিরাজ। তৃতীয়বার ফের উমরাহে গেলেন ভারতীয় দলের হায়দরাবাদি পেসার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভারতীয় দল খেলবে তার পনেরো সদস্যের স্কোয়াডেও রাখা হয়নি মুহাম্মদ সিরাজকে। অস্ট্রেলিয়া কিছুদিন আগে সমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সিরাজ ১০টি ম্যাচ থেকে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন। সাদা বলের লম্বা ফরম্যাটে যেখানে বুমরাহকে পাওয়া যাচ্ছে না, সেখানে নির্বাচকদের একটা অংশ চেয়েছিল সিরাজকে।
কিন্তু গম্ভীর ও বেশ কয়েকজন সিরাজকে চান নি। দুবাইয়ে তাঁকে ছাড়াই ভারতীয় দল গিয়েছে। হাতে তাই সময় রয়েছে। আর এই সময়টাকেই তিনি বেছে নিয়েছেন উমরাহর জন্য। বিমানবন্দর দেখা গিয়েছে উমরাহের জন্য বিশেষ পোশাকে সজ্জিত হয়েছেন সিরাজ। এহরাম পরিহিত হয়ে সিরাজকে বিমানবন্দরে দেখে অনেকেই তাঁর সঙ্গে কথা বলেন।