পুবের কলম প্রতিবেদক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দলে জায়গা হয়নি মুহাম্মদ সিরাজের (Mohammed Siraj)। জাতীয় দলের হয়ে খেলা না থাকায় পবিত্র রমযান মাসের ঠিক আগেই সউদি আরবে গিয়ে উমরাহ পালন করেন তিনি। ক’দিন আগেই উমরাহ সেরে দেশে ফিরেছেন। এবার সিরাজকে (Mohammed Siraj) দেখা গেল এক দাওয়াত-ইফতারে। যদিও সেই ইফতার পার্টিটি দিয়েছেন সিরাজ নিজেই। যে দাওয়াত-এ ইফতারে এ দিন দেখা গেল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন পাটির নামপল্লি বিধানসভার বিধায়ক মাজিদ হোসেনকে। শোনা যাচ্ছে, সিরাজ নিজেই মাজিদ হুসেনকে তার ইফতার পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। দাওয়াত-এ ইফতার অনুষ্ঠানটি আয়োজিত হয় সিরাজের (Mohammed Siraj) হায়দরাবাদের বাড়িতে। ভারতীয় ক্রিকেটার সিরাজের ইফতার পার্টিতে রাজনৈতিক নেতার আগমনে অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে, সিরাজ ক্রিকেটের পর রাজনীতিতে নামবেন। যদিও জানা গিয়েছে, এআইএমআইএম পার্টির বিধায়ক মাজিদ হোসেনের সঙ্গে সিরাজের বন্ধুত্ব অনেক আগের। সেই সূত্রে বন্ধু সিরাজের (Mohammed Siraj) ইফতার পার্টিতে হাজির হন মাজিদ।
আরও পড়ুন: ICC Champions Trophy: চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ভারত
চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন ভারতীয় পেসার মুহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি বলেছেন যে দলে মাত্র তিনজন পেসারের প্রয়োজন ছিল এবং দক্ষতার সঠিক ভারসাম্য প্রয়োজন ছিল, তাই জসপ্রীত বুমরাহ, শামি এবং অর্শদীপ সিংকে নির্বাচন করা হয়েছিল।