০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সামনের সপ্তাহে অনুশীলনে মহামেডান, লক্ষ্য সুপার কাপ

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্ক: আইএসএলের গ্রুপ পর্যায় শেষ। তাই প্লে অফের দলগুলি এখনও আইএসএলে মাঠমুখী হলেও ইস্টবেঙ্গল, মহামেডানের মতো দলগুলি যারা প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের আইএসএল শেষ হয়ে গিয়েছে। তবে মহামেডানের ফুটবলাররা আপাতত ছুটিতে রয়েছেন। কোচ মেহরাজউদ্দিনও নিজের রাজ্য কাশ্মীর চলে গিয়েছেন। তবে সামনে সুপার কাপ।

আরও পড়ুন: জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে ব্যাটে ঝড় নিউজিল্যান্ডের আব্বাসের

২১ এপ্রিল থেকে শুরু হতে চলা সুপার কাপের আসরে খেলবে মহামেডান। এদিকে আবার একদিন পরেই খুশির ঈদ। সেই ঈদ পর্ব মেটার পরেই বুধ অথবা বৃহস্পতিবার থেকে সুপার কাপের অনুশীলনে নেমে পড়বে সাদা কালো ব্রিগেড। আইএসএলে যা হয়েছে, তা অতীত। ক্লাবের ফুটবল সচিব দীপে¨ু বিশ্বাস জানালেন, ‘সদলে যে ভারসাম্য রয়েছে, তাতে সুপার কাপে ভালো ফল আশা করছি।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সামনের সপ্তাহে অনুশীলনে মহামেডান, লক্ষ্য সুপার কাপ

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আইএসএলের গ্রুপ পর্যায় শেষ। তাই প্লে অফের দলগুলি এখনও আইএসএলে মাঠমুখী হলেও ইস্টবেঙ্গল, মহামেডানের মতো দলগুলি যারা প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের আইএসএল শেষ হয়ে গিয়েছে। তবে মহামেডানের ফুটবলাররা আপাতত ছুটিতে রয়েছেন। কোচ মেহরাজউদ্দিনও নিজের রাজ্য কাশ্মীর চলে গিয়েছেন। তবে সামনে সুপার কাপ।

আরও পড়ুন: জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে ব্যাটে ঝড় নিউজিল্যান্ডের আব্বাসের

২১ এপ্রিল থেকে শুরু হতে চলা সুপার কাপের আসরে খেলবে মহামেডান। এদিকে আবার একদিন পরেই খুশির ঈদ। সেই ঈদ পর্ব মেটার পরেই বুধ অথবা বৃহস্পতিবার থেকে সুপার কাপের অনুশীলনে নেমে পড়বে সাদা কালো ব্রিগেড। আইএসএলে যা হয়েছে, তা অতীত। ক্লাবের ফুটবল সচিব দীপে¨ু বিশ্বাস জানালেন, ‘সদলে যে ভারসাম্য রয়েছে, তাতে সুপার কাপে ভালো ফল আশা করছি।’