পুবের কলম প্রতিবেদকঃ ডার্বি হোক বা মিনি ডার্বি, মোহনবাগানের জয় এখন কার্যত নিশ্চিত। ফের সেটা প্রমাণ হল মঙ্গলবার। এ দিন অনূর্ধ্ব-১৫ এআইএফএফ জুনিয়ার লিগে মোহনবাগান ৫-০ গোলে উড়িয়ে দিল মহামেডানের জুনিয়ার দলকে।
হ্যাটট্রিক সহ চারটি গোল করেন রাজদীপ পাল। অন্য গোলটি করনে ঐশিক রায় চৌধুরি। সবুজ মেরুন ফুটবলাদের কাছে গোলের আরও সুযোগ এসেছিল। সেগুলির সদব্যবহার করতে পারলে, সাদা-কালো ব্রিগেডকে আরও বড় লজ্জার সামনে পড়তে হত। মহামেডানের ছোটরাও পালটা আক্রমনে কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে একটিও কাজে লাগাতে পারেনি তারা।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৫ জুনিয়ার লিগে মোহনবাগান ৪-২ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলকে। সেই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন রাজদীপ। অর্থাৎ পরপর দুটি ডার্বিতে হ্যাটট্রিক করলেন রাজদীপ।