চাঁদের মাটিতে ভারত, ‘বিক্রম’ এর সফল অবতরণে হাততালি বুমরাহ ব্রিগেডের

- আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার
- / 17
ডাবলিন, ২৩ আগস্ট: পুরো দেশ অপেক্ষা করছিল সেই মাহেন্দ্রক্ষণের। ভারতীয় বৈজ্ঞানিকদের কঠোর পরিশ্রমের ফল- বুধবার সন্ধ্যে ৬টি ৪ মিনিটে চন্দ্রযান-৩ থেকে চাঁদের মাটিতে পা রাখল ল্যান্ডার ‘বিক্রম’। এই ঐতিহাসিক ঘটনা গোটা ভারতের কাছে গর্বের। সারা দেশের সঙ্গে মহাকাশ বিপ্লবে ভারতের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষি ছিল আয়ারল্যান্ড সফররত যশপ্রীত বুমরাহর টিম ইন্ডিয়াও। বিসিসিআই বুমরাহদের সেই ছবি পোস্ট শেয়ার করেছে।
🎥 Witnessing History from Dublin! 🙌
The moment India’s Vikram Lander touched down successfully on the Moon’s South Pole 🚀#Chandrayaan3 | @isro | #TeamIndia https://t.co/uIA29Yls51 pic.twitter.com/OxgR1uK5uN
— BCCI (@BCCI) August 23, 2023
আয়ারল্যান্ড সফররত বুমরাহ, সঞ্জু স্যামসন, আভেশ খানরা সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের প্রস্তুতির মাঝে সময় বের করে নিলেন। মাঠের পাশেই একটি টিভিতে সকলে মিলে দেখলেন কীভাবে চাঁদে অবতরন করল ‘বিক্রম’। বিসিসিআই’য়ের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দলের সকলে মিলে একসঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন। চাঁদের মাটিতে ‘বিক্রম’-এর পা ছুঁতেই হাততালি দিয়ে উঠলেন সকলে। সকলের মুখের চওড়া হাসিই বলে দিচ্ছিল, তাঁরাও আজ গর্বিত ইসরো’র এই মহাকীর্তির জন্য।