মায়ানমার থেকে ৩০ হাজারের বেশি মিজো মিজোরামের আশ্রয়ে

- আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ মায়ানমারে সামরিক শাসন শুরু হওয়ার পর থেকেই গত ১ বছর ধরে দলে দলে সে দেশের মিজো জনজাতির লোকজন পার্শ্ববর্তী মিজোরামে এসে আশ্রয় নিচ্ছেন। সরকারি হিসেব বলছে, মায়ানমারের চিন প্রদেশ থেকে এখনও পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মিজো জনজাতির লোকজনকে আশ্রয় দিয়েছে মিজোরাম। এদের মধ্যে চারজন সাবেক জনপ্রতিনিধিত্ত রয়েছেন।
মিজোরামের এক সরকারি আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ৯ জুলাই পর্যন্ত মায়ানমার থেকে ৩০,৩১৬ জন শরণার্থী মিজোরামে এসে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে ৩০,২৯৯ জনের প্রোফাইল তৈরি করা হয়েছে।
৩০,০৮৪ জনকে মিজোরাম সরকার থেকে শরণার্থী কাড দেওয়া হয়েছে। এই শরণার্থীদের মধ্যে শিশুর সংখ্যা ১১,৭৯৮, আর মহিলার সংখ্যা ১০,০৪৭। ওই সরকারি কর্মকর্তা জানান, শরণার্থীদের যে পরিচয়পত্র দেওয়া হয়েছে তা শুধু তাদের চিহ্নিত করার জন্য। কোনও সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা পাবেন না।
অনেকে মনে করছেন, মিজোরামে যারা মায়ানমার থেকে এসেছেন তাদের প্রায় সকলেই মিজো সম্প্রদায়ের মানুষ। সেই কারণে মিজোরাম সরকার তাদের অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা দিয়ে চলেছে। এমনকি অসমের বনাঞ্চলের জমি দখল করে তাদের জন্য নয়া বসতিও গড়ে দিচ্ছে ভবিষ্যতে তাদের নাগরিকত্ব পাওয়ার সুবিধা করতে।