০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে ৭০ লক্ষেরও বেশি শিশু ক্ষতিগ্রস্ত : রাষ্ট্রসংঘ

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 18

পুবের কলম ওয়েবডেস্ক: সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২ কোটিরও বেশি। এর মধ্যে ৭০ লক্ষই শিশু বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এই শিশুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থটি বলছে, ভূমিকম্প কবলিত দুই দেশে হাজার হাজার শিশু মারা যেতে পারে। সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে ৬ ফেব্রুয়ারি। এই ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার ৪টি প্রদেশের প্রভূত ক্ষতি হয়েছে। দুই দেশেই মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এ ছাড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের সম্ভাবনাও কমে আসছে। ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশের শিশুদের পরিস্থিতি উল্লেখ করে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ‘তুরস্কে ১০টি প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ৪৬ লক্ষ। আর সিরিয়ায় ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ২৫ লক্ষ।’ তবে দুই দেশে ঠিক কত হাজার শিশু মারা গেছে তা জানা যায়নি। জেমস এল্ডার বলেন, ‘ইউনিসেফের আশঙ্কা, সেখানে হাজার হাজার শিশু মারা গেছে। এটা স্পষ্ট যে মৃতের সংখ্যা বাড়বেই।’ এল্ডার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই উদ্ধার অভিযান শেষে মৃতের এমন একটি সংখ্যা জানা যাবে যা হবে বেদনাদায়ক।’ জেমস এল্ডার আরও বলেন, ‘এটা অবশ্যম্ভাবী যে অনেক শিশুই তাদের মা,বাবাকে আর জীবিত দেখতে পাবে না।।’ এদিকে,  তুরস্কে এখনও পর্যন্ত অন্তত ৫৭৪টি শিশুকে উদ্ধার করা হয়েছে যাদের বাবা বা মা কাউকে পাওয়া যায়নি। অপরদিকে এমন অনেক বাবা-মা রয়েছেন যারা হন্যে হয়ে তাদের সন্তানের খোঁজ করছেন কিন্তু তাদের কী অবস্থা হয়েছে তা তারা জানেন না। উল্লেখ্য, সিরিয়া ও তুরস্কে এখন তীব্র শীত পড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকছে। এই পরিস্থিতিতে অনেকেই এখনও আশ্রয় খুঁজে পাননি। রাষ্ট্রসংঘের দেওয়া তথ্যানুসারে, বর্তমানে লক্ষ লক্ষ মানুষের খাবার, সুপেয় পানি ও আশ্রয় প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, শীতে হঠাৎ তাপমাত্রা অনেক কমে গেলে শিশুদের যেসব স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলে হাইপোথারমিয়া বা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হ্রাস। এতে শিশুদের মৃত্যুর ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল চিলি এবং আর্জেন্টিনা, কম্পনের মাত্রা ৭.৪

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভূমিকম্পে ৭০ লক্ষেরও বেশি শিশু ক্ষতিগ্রস্ত : রাষ্ট্রসংঘ

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২ কোটিরও বেশি। এর মধ্যে ৭০ লক্ষই শিশু বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এই শিশুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থটি বলছে, ভূমিকম্প কবলিত দুই দেশে হাজার হাজার শিশু মারা যেতে পারে। সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে ৬ ফেব্রুয়ারি। এই ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার ৪টি প্রদেশের প্রভূত ক্ষতি হয়েছে। দুই দেশেই মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এ ছাড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের সম্ভাবনাও কমে আসছে। ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশের শিশুদের পরিস্থিতি উল্লেখ করে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ‘তুরস্কে ১০টি প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ৪৬ লক্ষ। আর সিরিয়ায় ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ২৫ লক্ষ।’ তবে দুই দেশে ঠিক কত হাজার শিশু মারা গেছে তা জানা যায়নি। জেমস এল্ডার বলেন, ‘ইউনিসেফের আশঙ্কা, সেখানে হাজার হাজার শিশু মারা গেছে। এটা স্পষ্ট যে মৃতের সংখ্যা বাড়বেই।’ এল্ডার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই উদ্ধার অভিযান শেষে মৃতের এমন একটি সংখ্যা জানা যাবে যা হবে বেদনাদায়ক।’ জেমস এল্ডার আরও বলেন, ‘এটা অবশ্যম্ভাবী যে অনেক শিশুই তাদের মা,বাবাকে আর জীবিত দেখতে পাবে না।।’ এদিকে,  তুরস্কে এখনও পর্যন্ত অন্তত ৫৭৪টি শিশুকে উদ্ধার করা হয়েছে যাদের বাবা বা মা কাউকে পাওয়া যায়নি। অপরদিকে এমন অনেক বাবা-মা রয়েছেন যারা হন্যে হয়ে তাদের সন্তানের খোঁজ করছেন কিন্তু তাদের কী অবস্থা হয়েছে তা তারা জানেন না। উল্লেখ্য, সিরিয়া ও তুরস্কে এখন তীব্র শীত পড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকছে। এই পরিস্থিতিতে অনেকেই এখনও আশ্রয় খুঁজে পাননি। রাষ্ট্রসংঘের দেওয়া তথ্যানুসারে, বর্তমানে লক্ষ লক্ষ মানুষের খাবার, সুপেয় পানি ও আশ্রয় প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, শীতে হঠাৎ তাপমাত্রা অনেক কমে গেলে শিশুদের যেসব স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলে হাইপোথারমিয়া বা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হ্রাস। এতে শিশুদের মৃত্যুর ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল চিলি এবং আর্জেন্টিনা, কম্পনের মাত্রা ৭.৪