২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 20

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়া দুই দেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজারের কাছাকাছি। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের আশা এখন অলৌকিক ছাড়া কিছুই নয় বলে জানিয়েছে সেখানে কর্মরত উদ্ধারকর্মীরা। এমনই আরও এক অলৌকিক ঘটনার  সাক্ষী থাকল ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক। দক্ষিণ-পূর্ব  তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ২২৮ ঘণ্টারও বেশি সময় পার হয়েছে। এত সময় পার হওয়ার পরেও তুরস্কের আন্তাকিয়া শহরে একজন মা এবং দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মা এলা এবং তার দুই সন্তান মেসাম এবং আলীকে তাদের ফ্ল্যাটের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়।

 এর আগে গতকাল বুধবার, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে তুরস্কের কাহরামানমারাস শহরে ৭৪ ও ৪৬ বছর বয়সী দুই মহিলাকে উদ্ধার করা হয়েছিল।

বর্তমানে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।  ভূমিকম্পের ১০ দিনের বেশি সময় পার হলেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।  মৃত্যুর এই মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন লাশ। জীবিতদের আশা  ছেড়েই দেওয়া হয়েছে।

তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। খোলা আকাশের নীচে স্থান হয়েছে ভূমিকম্পে বেঁচে যাওয়া হাজার হাজার মানুষের। তাঁবু বা গরম খাবারের জন্য রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে বহু মানুষ। তাদের কাছে নিরাপদ খাবার পানি নেই, বিদ্যুৎ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাওয়া আরো অনেক মানুষের মৃত্যু হতে পারে। তাদের অনুমান, তুরস্ক এবং সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়া দুই দেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজারের কাছাকাছি। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের আশা এখন অলৌকিক ছাড়া কিছুই নয় বলে জানিয়েছে সেখানে কর্মরত উদ্ধারকর্মীরা। এমনই আরও এক অলৌকিক ঘটনার  সাক্ষী থাকল ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক। দক্ষিণ-পূর্ব  তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ২২৮ ঘণ্টারও বেশি সময় পার হয়েছে। এত সময় পার হওয়ার পরেও তুরস্কের আন্তাকিয়া শহরে একজন মা এবং দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মা এলা এবং তার দুই সন্তান মেসাম এবং আলীকে তাদের ফ্ল্যাটের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়।

 এর আগে গতকাল বুধবার, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে তুরস্কের কাহরামানমারাস শহরে ৭৪ ও ৪৬ বছর বয়সী দুই মহিলাকে উদ্ধার করা হয়েছিল।

বর্তমানে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।  ভূমিকম্পের ১০ দিনের বেশি সময় পার হলেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।  মৃত্যুর এই মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন লাশ। জীবিতদের আশা  ছেড়েই দেওয়া হয়েছে।

তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। খোলা আকাশের নীচে স্থান হয়েছে ভূমিকম্পে বেঁচে যাওয়া হাজার হাজার মানুষের। তাঁবু বা গরম খাবারের জন্য রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে বহু মানুষ। তাদের কাছে নিরাপদ খাবার পানি নেই, বিদ্যুৎ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাওয়া আরো অনেক মানুষের মৃত্যু হতে পারে। তাদের অনুমান, তুরস্ক এবং সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছে।