লখনই, ২৪ ফেব্রুয়ারি: মসজিদে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী প্রশাসন। ফলে আজান দেওয়ার ক্ষেত্রে মাইক ব্যবহার করতে পারছে না এলাকার মসজিদগুলি। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের সম্ভলে দেখা গেল অন্য ছবি। মসজিদের ছাদে উঠে খালি গলায় আজান দিলেন এক মুয়াজ্জিন। ঘটনাটি শুক্রবারের। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, সম্ভল জেলার শাহি জামা মসজিদের ছাদ থেকে মহম্মদ হাজি রইস নামে এক মুয়াজ্জিনকে আজান দিচ্ছেন।
সূত্রের খবর, মসজিদের লাউডস্পিকার (মাইক) ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে উত্তরপ্রদেশ সরকার। মসজিদ থেকে মাইক খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয় প্রশাসনকে। এই নির্দেশের পরই সম্ভল জেলায় শাহি জামা মসজিদ থেকে মাইক খুলে ফেলেন পুলিশ প্রশাসন। এবিষয়ে সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই এক সংবাদমাধ্যমকে বলেন, লাউডস্পিকারের নিষেধাজ্ঞা থাকলেও নামাজে কোনও নিষেধাজ্ঞা নেই। মুসলিম সম্প্রদায়ের মানুষরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারবেন। তাছাড়া আজান দেওয়া ‘অপরাধমূলক কার্যকলাপ’ নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, “পুলিশ কেবল সরকারি নির্দেশ পালন করেছে।” যদিও পুলিশ সুপারের এই মন্তব্য ভারসাম্য বজায় রাখার চেষ্টা বলেই মনে করছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে উত্তরপ্রদেশে দুই ইমামকে গ্রেফতার করে পুলিশ। লাউডস্পিকার ব্যবহারের অভিযোগে বাহজোই মসজিদের ইমাম রেহান হুসেন এবং হায়াত নগর মসজিদের রিজাউল হাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তারপর তাদের গ্রেফতারও করা হয়।