রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান পর্ব সারলেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত

- আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান পর্ব সারলেন রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। তাদের দুজনের এই বাগদান পর্ব সম্পন্ন হয় রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজি মন্দিরে। এদিন অনন্ত আম্বানির সঙ্গে রাধিকার বিবাহের ঐতিহ্য অনুযায়ী ‘রোকা’ পর্ব সম্পন্ন হয়।
বিশিষ্ট শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। পরিচালক-কর্পোরেট অ্যাফেয়ার্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পরিমল নাথওয়ানি ট্যুইটারে এই হবু দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
গত জুন মাসে, মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে রাধিকা বণিকের অরঙ্গেট্রাম নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিলেন। রাধিকা মার্চেন্ট একজন নৃত্যশিল্পী।
বহুদিন ধরেই পরস্পকে চেনেন অনন্ত ও রাধিকা। এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা দুজনেই বিবাহ বন্ধনে আবব্ধ হতে চলেছেন। আম্বানি ও মার্চেন্ট পরিবারের তরফ থেকেই আগামীদিনের জন্য হবু দম্পতিকে আশীর্বাদ করা হয়েছে।
অনন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার পড়াশোনা সম্পূর্ণ করেছেন। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রির জিও প্ল্যাটফর্ম ও রিলায়্যান্স ভেঞ্চারের বোর্ডের একজন সদস্য। অনন্ত বর্তমানে রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রির জ্বালানি ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন। রাধিকা মার্চেন্ট নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ড্রিগ্রি লাভ করেছেন। এনকোর হেলথ কেয়ারের একজন ডিরেক্টর তিনি।