নয়ডা, ১০ মার্চ: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক জিএসটি আধিকারিক। সোমবার উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর ৭৫-এ অবস্থিত নিজের অ্যাপার্টমেন্টের ১৫ তলা থেকে ঝাঁপ দেন জিএসটি বিভাগের ডেপুটি কমিশনার।
পুলিশ সূত্রে খবর, গাজিয়াবাদের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিভাগে কর্মরত ছিলেন সঞ্জয় সিং। সোমবার সকালে নিজের অ্যাপার্টমেন্টের বহুতল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটে অ্যাপেক্স অ্যাথেনা সোসাইটিতে। আধিকারিকের পরিবার দাবি করেছে, তিনি বেশকিছু দিন থেকে হতাশায় ভুগছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, “পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে তিনি ক্যান্সার রোগাক্রান্ত হয়ে হতাশায় ভুগছিলেন। আমাদের ধারণা, সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন।”