অভিনেত্রী রিয়া কুমারী খুনে একাধিক জট, বয়ানে অসঙ্গতির অভিযোগে গ্রেফতার স্বামী

- আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: ছিনতাইয়ে বাধা দেওয়ায় ঝাড়খণ্ডের অভিনেত্রী, স্ত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়াকে খুন হতে হয়েছে বলে দাবি করেন তার স্বামী প্রকাশ কুমার। কিন্তু এই দাবি বেশিক্ষণ টিকল না। ইউটিউবার স্বামী প্রকাশ কুমার ‘কে গ্রেফতার করল পুলিশ। বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় প্রকাশ কুমারকে গ্রেফতার বলে জানা গেছে। তার নামে অস্ত্র আইন, ষড়যন্ত্র সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। আজ প্রকাশ কুমারকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
তবে প্রকাশের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী, তার দুই শ্যালকের নামেও মৃতা অভিনেত্রীর পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মৃতা রিয়া কুমারীর দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে। রিয়ার দেহে গান পাউডার ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছেন ফরেন্সিক আধিকারিকেরা। নমুনা সংগ্রহের কাজ চলছে। গ্রেফতারের সময় ধৃত প্রকাশ কুমার দাবি করেন, তিনি তার স্ত্রীকে খুন করেননি। এই খুন তিনি করতে পারেন না। কারণ তার দুবছরের মেয়ে রয়েছে। এদিকে পুলিশের দাবি প্রকাশের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে।
পুলিশ সূত্রে খবর, প্রকাশ কুমারের দ্বিতীয় স্ত্রী হলেন রিয়া কুমারী। তবে প্রথম স্ত্রীয়ের সঙ্গেও যোগাযোগ ছিল প্রকাশের। এই সম্পর্ক রিয়া মেনে নিতে পারতেন না। ফলে দুজনের মধ্যে এই নিয়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল। এছাড়াও বাজারে ৪০ লক্ষ টাকা দেনা ছিল প্রকাশের। মোটা টাকা বিমা ছিল রিয়ার নামে। এছাড়া রিয়ার জীবনযাত্রা পছন্দ ছিল না প্রকাশের। ফলে দুজনের মধ্যে একাধিক টানাপোড়েন শুরু হয়েছিল প্রাথমিক তদন্তে অনুমান।
প্রকাশের বয়ান অনুযায়ী টাকা ছিনতাই করার জন্য দুষ্কৃতীরা তাদের ঘিরে ধরে। রিয়ার কানের নীচে গুলি চালায় তারা। হাসপাতালে নিয়ে এলে রিয়ার মৃত্যু হয়। কিন্তু পুলিশের বক্তব্য, রিয়া যখন গাড়িতে শুয়েছিলেন তখন তার ওপর গুলি চালানো হয়েছিল। ফলে বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে প্রকাশকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। রিয়া কুমারীর মৃত্যুর তদন্ত নিয়ে ধোঁয়াশায় পুলিশ। প্রকাশের গাড়িতে মিলেছে বালিশ, তোষক, কম্বল। বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে এনে কেন খুন, তা ভাবিয়ে তুলছে পুলিশকে।
উল্লেখ্য, বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনানের চন্দ্রপুরের কাছে। পুলিশ জানায় মৃতের নাম রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া (৩০)। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। পেশায় একজন জনপ্রিয় ইউটিউব অভিনেত্রী। রিয়া ও তার স্বামী প্রকাশ কুমার ওরফে প্রকাশ আলবেলা তাদের বছর আড়াইয়ের এক কন্যাসন্তানকে নিয়ে কলকাতার শ্রীরাম মার্কেটের দিকে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন প্রকাশ। কলকাতার দিকে যাওয়ার সময় হাওড়ার বাগনান থানা এলাকার মহিষারেখা
সেতুর আগে জাতীয় সড়কের ধারে গাড়ি থামিয়ে শৌচকার্য করার জন্য নামেন প্রকাশ। তখন গাড়ির মধ্যে বসেছিলেন রিয়া। প্রকাশের অভিযোগ, সেই সময় তাদের গাড়ির পিছনে একটি চার চাকা গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে তিনজন নেমে এসে তাকে ঘিরে ধরেও ছিনতাইয়ের চেষ্টা করে। তাকে ঠেলে ফেলে দেয়। এ দিকে, গাড়ির মধ্যে বসে থাকা স্ত্রী চিৎকার করে। তখনই দুষ্কৃতীরা তাকে গুলি করে পালায়। এরপর প্রকাশ আহত স্ত্রীকে গাড়িতে তুলে নেন। গাড়িতে তার আড়াই বছরের শিশুকন্যাও ছিল। শেষেমেশ তাকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।