১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মুম্বাই হামলার ‘মাস্টার মাইন্ড’ রানার ১৮ দিনের এনআইএ হেফাজত

কিবরিয়া আনসারি
- আপডেট : ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: ২৬/১১ মুম্বাই হামলার ‘মাস্টার মাইন্ড’ তাহাউর রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় রানাকে। তারপর তাকে আদালতে পেস করে জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএ-এর তরফে ২০ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল। দিল্লির পটীয়ালা হাউস কোর্ট ১৮ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।
জানা গিয়েছে, পাক বংশোদ্ভূত রানা বর্তমানে কানাডার নাগরিক। দীর্ঘ সময় তিনি লস অ্যাঞ্জেলেসে আটক ছিলেন। বৃহস্পতিবার বিশেষ বিমানে তাকে ভারতে নিয়ে আসা হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
Tag :
26/11 terror strike Mumbai terror strike National Investigation Agency NIA custody for 18 Tahawwur Rana