Mumbai Indians-এ যোগ দিতে পারেন বুমরাহ

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Mumbai Indians-এ যোগ দিতে পারেন বুমরাহ

পুবের কলম প্রতিবেদক: দেশের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহর চোট নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয় ক্রিকেট মহলে এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। কয়েকদিন পবেই শুরু হচ্ছে আইপিএল, কিন্তু বুমরাহ কবে থেকে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে মাঠে নামতে পারবেন, সেই বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, অষ্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন বুমরাহ। যার জেরে ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বলও করতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যান। এখন শোনা যাচ্ছে, এপ্রিল মাসের আগে মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দিতে পারবেন না তিনি। এ দিকে মার্চ মাসে আইপিএলে মুম্বইয়ে দুটি ম্যাচ রয়েছে।

আরও পড়ুন: ISL প্লে অফের দিনক্ষণ ঘোষণা

বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন বুমরাহ। প্রাথমিক ভাবে বোলিং শুরু করলেও মাঠে নামতে তাঁর এখনও কিছুদিন সময় লাগবে বলে জানা যাচ্ছে। এনসিএ’র তরফ থেকে জানানো হয়েছে, বুমরাহ কবে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেবেন তা এখনই বলা সম্ভব নয়। তবে সবকিছু ঠিকঠাক থাকলে অইপিএলে ৪ এপ্রিল মুম্বই বনাম লখনউ ম্যাচে বুমরাহকে মাঠে দেখা যেতে পারে।

আরও পড়ুন: গুজব ছড়াবেন না, অবসর জল্পনা ওড়ালেন জাদেজা

এপ্রিলের শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিতে পারেন বুমরা। সেটাও নির্ভর করছে সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকদের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার উপর। তাই নিশ্চিত নয় কিছুই। রিপোর্টে জানা গিয়েছে, ‘এখনও জানা যায়নি মোট ক’টা ম্যাচ খেলতে পারবেন না বুমরা। কবে যোগ দেবেন দলে সেটাও নির্ধারিত হয়নি এখনও।মার্চ মাসে তিনটি ম্যাচ খেলবে মুম্বই। ২৩ তারিখ চেন্নাই সুপার কিংস এবং ২৯ তারিখ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে মুম্বই (Mumbai Indians) । ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে ৩১ মার্চ। ওই ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচগুলোতে খেলতে পারবেন না বুমরা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder