কুণাল কামরাকে ফের সমন মুম্বই পুলিশের, এই নিয়ে ৩ বার সমন পাঠাল পুলিশ

- আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
- / 38
পুবের কলম, ওয়েবডেস্ক: কৌতুকাভিনেতা কুণাল কামরার বিরুদ্ধে ফের সমন জারি। এই নিয়ে কামরাকে তিনবার সমন পাঠাল পুলিশ। ৫ এপ্রিল থানায় হাজিরার নির্দেশ মুম্বই পুলিশের। নাম না করে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কটাক্ষ করেছিলেন কুণাল কামরা। সেই অভিযোগে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ফের সমন জারি করা হয়েছে। খার থানায় কামরাকে হাজিরা দিতে বলেছে পুলিশ।
আরও পড়ুন: মধ্যপ্রদেশে ফের মাওবাদী নিধন, নিহত দুই মহিলা মাওবাদী
মুম্বইয়ের একটি অনুষ্ঠানে প্যারোডি গান পরিবেশন করেছিলেন কৌতুকাভিনেতা কুণাল কামরা। নাম না করে শিন্ডকে ‘গদ্দার’ বলেছিলেন। উদ্ধব ঠাকরে সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় মহারাষ্ট্রের রাজনীতিতে ডামাডোলের সৃষ্টি হয়, সেই প্রসঙ্গও গানে উঠে আসে। এরপর শিবসেনা কর্মীরা ভাঙচুর চালায়। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে শিবসেনা বিধায়ক। এমনকি সেদিন অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ। সোমবার খার থানার পুলিশ মুম্বইয়ের মাহিমে কুণালের বাড়িতে যায়। কামরা থানায় হাজিরা দেবেন কিনা তাও জানতে চায় পুলিশ।২৮ মার্চ মাদ্রাজ হাইকোর্ট কামরাকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে। বিচারপতি সুন্দর মোহন পরবর্তী শুনানির দিন ৭ এপ্রিল ধার্য করেছেন।