আদিপুরুষ নিষিদ্ধ ঘোষণার দাবিতে মুর্দাবাদ স্লোগান, সব হিন্দি ছবির মুক্তি বন্ধ সীতার জন্মভূমি নেপালে

- আপডেট : ২০ জুন ২০২৩, মঙ্গলবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: আদিপুরুষ নিয়ে বিতর্কের মাঝে এই সিনেমাকে সারাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠল। ভারতের প্রতিবেশী দেশ নেপালেও এই বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি সামাল দিতে নেপালে শুধু ‘আদিপুরুষ’ ছবি নয়, সব হিন্দি ছবি মুক্তি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, রামায়ণে বর্ণিত সীতার জন্মস্থল জনকপুর নেপালের অন্তর্গত। জন্মসূত্রে সীতার ইতিহাসকে ভারতীয় সিনেমায় বিকৃত করার অভিযোগে নেপালে নিষিদ্ধ আদিপুরুষ।
আদিপুরুষকে ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যে উঠেছে মুর্দাবাদ স্লোগান। হিন্দু মহাকাব্য রামায়ণ এবং সিনেমার চরিত্রগুলিকে বিকৃত করার অভিযোগে বিতর্কিত চলচ্চিত্র নিষিদ্ধ ঘোষণার দাবি তুলে দিল্লি, মহারাষ্ট্রের পালঘর ও অযোধ্যায় রাস্তায় নামে বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গেছে, প্রতিবাদকারীরা ‘মুর্দাবাদ,’ ‘হিন্দু ধর্মের অপমান’, ‘মা সীতার অপমান বন্ধ করো’ স্লোগান দিচ্ছে। বারাণসীতে একদল মানুষ আদিপুরুষের পোস্টার ছিঁড়ে দেয়। হিন্দু মহাসভা লখনউ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডাব্লএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে অবিলম্বে এই ছবি ব্যান ঘোষণা করার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছে।
অযোধ্যার সাধুরাও ছবিটি নিষিদ্ধ করার দাবি করে জানিয়েছেন, আদিপুরুষের সংলাপ অত্যন্ত লজ্জাজনক, এই ছবি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র দাস বলেন, ‘ভগবান রাম, হনুমান, রাবণ মহাকাব্যের সকল চরিগ্রগুলিকেই ছবিতে ভুল ভাবে তুলে ধরা হয়েছে।’
৮০’র দশকে রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’ সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিল রামায়ণের মতো বিষয় নিয়ে গবেষণা বন্ধের দাবি তুলেছেন। অন্যদিকে আদিপুরুষ ছবি গীতিকার এবং সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লা মুম্বই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন।