কর্নাটকে পাস মুসলিম কোটা বিল, বিধানসভায় প্রতিবাদে বিজেপি

- আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
- / 98
পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার কর্নাটক বিধানসভায় পাস হল মুসলিম কোটা বিল। সরকারি কাজে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সিদ্দারামাইয়া সরকার। মঙ্গলবার বিধানসভায় মুসলিম কোটা বিল পেশ করা হয়। অবশেষে শুক্রবার পাস হয়ে গেল ৪ শতাংশ মুসলিম কোটা বিল।
আরও পড়ুন: হিংসা সমর্থনযোগ্য নয়, নাগপুর নিয়ে স্পষ্ট বার্তা Mamata-র
মুসলিম কোটা বিলের তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিলের প্রতিবাদে বিধানসভার মধ্যেই স্লোগান দিতে থাকেন তারা। স্লোগান দিতে দিতে স্পিকারের চেয়ার সামনে গিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিলের পেপার ছিড়ে প্রতিবাদ জানান তাঁরা।
কর্নাটকে সরকারি টেন্ডারে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেয় কংগ্রেস সরকার। শুধু মুসলিম নয়, পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণির জন্যও ৪ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এই মর্মে কর্নাটক ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্ট (কেটিপিপি) আইন সংশোধন করা হয়। সরকারি কাজে মুসলিম ঠিকাদারদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এই বিলে। সরকারি টেন্ডারগুলিতে ১ কোটি পর্যন্ত অর্থাৎ ৪ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে। তফসিলি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের জন্য ১ কোটি টাকা থেকে বাড়িয়ে তা ২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।