২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু মেয়ের সঙ্গে কথা বলায় বেধড়ক মার মুসলিম কলেজ পড়ুয়াকে  

ইমামা খাতুন
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 7

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েব ডেস্কঃ কর্নাটকের দক্ষিণ কানাড়া জেলায় এক মুসলিম পড়ুয়াকে বেধড়ক পেটালো তার কলেজের সহপাঠীরা। অভিযোগ, সে নাকি একটি হিন্দু  মেয়ের সঙ্গে কথা বলেছিল। বজরং দল সাধারণত ছেলেমেয়েদের মেলামেশার ব্যাপারে খুব কট্টর। হিন্দু মেয়েদের সঙ্গে কথা বলে তাদেরকে তথাকথিত লাভ  জিহাদের ফাঁদে ফেলবে বলে অভিযোগ তুলে থাকে সংঘ পরিবার। তাই তারা হিন্দু  মেয়েদেরকে বারবার আহ্বান জানায় মুসলিম ছেলেদের সঙ্গে না মেশার জন্য। এই প্রেক্ষিতে কর্নাটকের কলেজের ঘটনাটির সঙ্গে সংঘ-যোগ আছে কি না, তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।

 

প্রহৃত পড়ুয়ার নাম মুহাম্মদ সানিফ। বয়স ১৯ বছর। পুলিশ জানাচ্ছে, সানিফ  তার কলেজের একটি মেয়ে সহপাঠীর সঙ্গে কথা বলছিল বলেই তাকে মারধর করা হয়েছে। মেয়েটি হিন্দু সম্প্রদায়ের হওয়াটাই সানিফের ‘অপরাধ’। কলেজের মাঠে  তাকে ডেকে পাঠিয়ে কাঠ দিয়ে বেধড়ক পেটায় প্রাজ্বল, তনুজ, অক্ষয়, মক্ষিত, গৌতমসহ বেশ কয়েকজন পড়ুয়া।

 

ফের মেয়েটির সঙ্গে কথা বলতে দেখলে তাকে মারধরের হুমকি দেয় তারা। মার খাওয়ার পর সানিফকে সুল্লিয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুল্লিয়া পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিন্দু মেয়ের সঙ্গে কথা বলায় বেধড়ক মার মুসলিম কলেজ পড়ুয়াকে  

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ কর্নাটকের দক্ষিণ কানাড়া জেলায় এক মুসলিম পড়ুয়াকে বেধড়ক পেটালো তার কলেজের সহপাঠীরা। অভিযোগ, সে নাকি একটি হিন্দু  মেয়ের সঙ্গে কথা বলেছিল। বজরং দল সাধারণত ছেলেমেয়েদের মেলামেশার ব্যাপারে খুব কট্টর। হিন্দু মেয়েদের সঙ্গে কথা বলে তাদেরকে তথাকথিত লাভ  জিহাদের ফাঁদে ফেলবে বলে অভিযোগ তুলে থাকে সংঘ পরিবার। তাই তারা হিন্দু  মেয়েদেরকে বারবার আহ্বান জানায় মুসলিম ছেলেদের সঙ্গে না মেশার জন্য। এই প্রেক্ষিতে কর্নাটকের কলেজের ঘটনাটির সঙ্গে সংঘ-যোগ আছে কি না, তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।

 

প্রহৃত পড়ুয়ার নাম মুহাম্মদ সানিফ। বয়স ১৯ বছর। পুলিশ জানাচ্ছে, সানিফ  তার কলেজের একটি মেয়ে সহপাঠীর সঙ্গে কথা বলছিল বলেই তাকে মারধর করা হয়েছে। মেয়েটি হিন্দু সম্প্রদায়ের হওয়াটাই সানিফের ‘অপরাধ’। কলেজের মাঠে  তাকে ডেকে পাঠিয়ে কাঠ দিয়ে বেধড়ক পেটায় প্রাজ্বল, তনুজ, অক্ষয়, মক্ষিত, গৌতমসহ বেশ কয়েকজন পড়ুয়া।

 

ফের মেয়েটির সঙ্গে কথা বলতে দেখলে তাকে মারধরের হুমকি দেয় তারা। মার খাওয়ার পর সানিফকে সুল্লিয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুল্লিয়া পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে।