মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিল, ইউসিসির পথে বিজেপি শাসিত অসম

- আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: পৃথক মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিল করে দিল অসমের বিজেপি সরকার। শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে ১৯৩৫ সালের মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ফলে এবার থেকে মুসলিমদের বিবাহ ও বিচ্ছেদ সবটাই করাতে হবে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে। হেমন্ত বিশ্বশর্মার সরকার এই পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিলেন তারা অভিন্ন দেওয়ানি বিধির (UCC) দিকেই এগোচ্ছে। অসমের মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া স্পষ্ট করে বলছেন, “আমরা অভিন্ন দেওয়ানি বিধির পথে এগোচ্ছি। সেই লক্ষ্যে এই আইন বাতিল করাটা আরও এক পদক্ষেপ।”
সূত্রে জানা গিয়েছে, মোট ৯৪ জন মুসলিম বিবাহ রেজিস্ট্রারদের কাজ থেকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে। এখন থেকে জেলাশাসক এবং জেলা রেজিস্ট্রারের কাছে গিয়ে মুসলিমদের বিবাহ রেজিস্ট্রি করাতে হবে। ফলে অসমে বাতিল হয়ে গেল মুসলিম বিবাহ আইন। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি শাসিত উত্তরাখণ্ডে লাগু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। এবার অসমও সেই পথেই আরও একধাপ এগোল।