২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশ, প্রস্তুতি তুঙ্গে All India Muslim Personal Law Board-এর

- আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 37
ওয়াকফ আইন ২০২৫ বাতিলের দাবি
পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিলের দাবিতে প্রথম থেকেই সরব হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড (All India Muslim Personal Law Board)। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব এই আইন পাশের আগের থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছেন। কেন্দ্রের বিজেপি সরকার দেশের মুসলিমদের দাবিকে উপেক্ষা করে রাজ্য এবং লোকসভায় পাশ করিয়েছেন।রাষ্ট্রপতি এই বিলে সই করায় তা আইনে পরিনত হয়েছে। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গোটা দেশজুড়ে চলছে লাগাতার আন্দোলন।
আরও পড়ুন: Waqf Law বাতিল করা হোক, আরজি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করল পিআইবি
রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ ও আন্দোলন। এরই মাঝে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (All India Muslim Personal Law Board) কলকাতার বিগ্রেড ময়দানে বিশাল জনসভার ডাক দিয়েছে ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক লক্ষ মানুষ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে সরব হবেন। মুসলিম পার্লোনাল ল’ বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন ব্রিগেডের সমাবেশ করতে হলে সেনা বাহিনীর অনুমতি নিতে হয়। আমরা কোর্টের এফিডেভিড করে সমস্ত রকম কাগজ জমা দিয়েছি। সেনাবাহিনী জানতে চায় ওই দিন ব্রিগেডে কোনও সভা সমাবেশ আছে কিনা?
আরও পড়ুন: ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে জমিয়তের বিশাল মিছিল, সভায় শান্তি ও সম্প্রীতির বার্তা
এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি অলইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ড (All India Muslim Personal Law Board) ছাড়া অন্য কোনও কারোর সমাবেশ ২৬ এপ্রিল নেই। কাজেই ধরে নেওয়া যেতে পারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সভা অনুষ্ঠিত হবেই। সেনা বাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছ, আনুমানিক কত মানুষ উপস্থিত হওয়ার সম্ভবনা। কত চেয়ার থাকবে, মঞ্চ কত বড় হবে, সেনা বাহিনীর নির্দেশ অনুযায়ী এবং সমস্ত নিয়ম কানুন মেনেই ব্রিগেডে সমাবেশ অনুষ্ঠিত হবে।মুহাম্মদ কামরুজ্জামা জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান বক্তা অল ইন্ডিয়া মুসলিম পার্লোনাল ল’ বোর্ডের সর্বোভারতীয় সভাপতি খালেদ সাইফুল্লাহ রহমানি, সাধারণ সম্পাদক ফজলুর রহিম মুজাদ্দেদি, এছাড়াও মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের মুখপাত্র এস কিউ আর ইলিয়াস বক্তব্য রাখবেন। মুহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন বিভিন্ন রাজ্যের মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্যরা এই ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে যাঁরা উপস্থিত থাকবেন তাঁরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে ব্রিগেড ময়দানে হাজির হবেন। তবে তিনি প্রত্যেককে শান্তিপূর্ণভাবে ব্রিগেড ময়দানে আশার আহ্বান জানান। কারো প্ররোচনায় পা না দিয়ে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।