১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হারিয়ানার একই পরিবারের ৬ সদস্যর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্কঃ একই পরিবারের ছয় সদস্যর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালা জেলা।মৃতদের মধ্যে রয়েছে দু’ই শিশু সহ পরিবারের আরও ৪ জন।প্রতিবেশী থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই স্তম্ভিত। স্থানীয়রাই পুলিশে খবর দেন৷পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে৷

 

উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ আধিকারিকরা।শুক্রবার ৬ জনের দেহ উদ্ধার করে আম্বালা শহরের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে খবর,মৃতরা হলেন সঙ্গত রাম (৬৫), তাঁর স্ত্রী মহিন্দ্রা কউর, সুখবিন্দর সিংহ (৩৪), তাঁর স্ত্রী রিনা। সুখবিন্দরের দুই শিশুকন্যা আশু(৫) ও জাস্‌সিরও (৭) দেহ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছেন,সুখবিন্দরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাকিদের দেহ ঘর থেকেই উদ্ধার হয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিবারের সকলকে বিষ খাইয়ে মারার পর সুখবিন্দর নিজেও আত্মঘাতী হয়েছে।

 

উল্লেখ্য,সুখবিন্দর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে আম্বালা পুলিশ।আম্বালার ডিএসপি যোগিন্দর শর্মা এই প্রসঙ্গে জানিয়েছেন, দুই শিশু-সহ একই পরিবারের ৬ জনের দেহ উদ্ধার হয়েছে।উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।তবে তদন্তের স্বার্থে সুইসাইড নোটে কি লেখা আছে টা এখনও স্পষ্ট ভাবে জানায় নি স্থানীয় পুলিশ।

 

প্রসঙ্গত,এই ঘটনা প্রথম নয়,সম্প্রতি একই রকম ঘটনা ঘটেছিল জম্মুর সিঁধরা এলাকায়।সেখানেও একই পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার করা হয়েছিল।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হারিয়ানার একই পরিবারের ৬ সদস্যর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ একই পরিবারের ছয় সদস্যর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালা জেলা।মৃতদের মধ্যে রয়েছে দু’ই শিশু সহ পরিবারের আরও ৪ জন।প্রতিবেশী থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই স্তম্ভিত। স্থানীয়রাই পুলিশে খবর দেন৷পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে৷

 

উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ আধিকারিকরা।শুক্রবার ৬ জনের দেহ উদ্ধার করে আম্বালা শহরের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে খবর,মৃতরা হলেন সঙ্গত রাম (৬৫), তাঁর স্ত্রী মহিন্দ্রা কউর, সুখবিন্দর সিংহ (৩৪), তাঁর স্ত্রী রিনা। সুখবিন্দরের দুই শিশুকন্যা আশু(৫) ও জাস্‌সিরও (৭) দেহ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছেন,সুখবিন্দরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাকিদের দেহ ঘর থেকেই উদ্ধার হয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিবারের সকলকে বিষ খাইয়ে মারার পর সুখবিন্দর নিজেও আত্মঘাতী হয়েছে।

 

উল্লেখ্য,সুখবিন্দর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে আম্বালা পুলিশ।আম্বালার ডিএসপি যোগিন্দর শর্মা এই প্রসঙ্গে জানিয়েছেন, দুই শিশু-সহ একই পরিবারের ৬ জনের দেহ উদ্ধার হয়েছে।উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।তবে তদন্তের স্বার্থে সুইসাইড নোটে কি লেখা আছে টা এখনও স্পষ্ট ভাবে জানায় নি স্থানীয় পুলিশ।

 

প্রসঙ্গত,এই ঘটনা প্রথম নয়,সম্প্রতি একই রকম ঘটনা ঘটেছিল জম্মুর সিঁধরা এলাকায়।সেখানেও একই পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার করা হয়েছিল।