রহস্য! বর্ধমানের আকাশে কপ্টারের আনাগোনা! কোনও তথ্য নেই জেলাশাসক ও পুলিশের কাছে

- আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার
- / 8
সফিকুল ইসলাম (দুলাল), বর্ধমানঃ বর্ধমানে খণ্ডঘোষের আকাশে দেখা যাচ্ছে হেলিকপ্টারের আনাগোনা। কি কারণে এই কপ্টারের চক্কর সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও কৌতূহল বাড়ছে। সূত্র মারফৎ খবর পেয়ে গত ১৫ জানুয়ারি আকাশে হেলিকপ্টার আনাগোনার খবর খণ্ডঘোষের ও সি পুষ্পেন্দু জানাকে জানান পুবের কলমের প্রতিনিধি।
ওসি জানিয়েছেন, খণ্ডঘোষের নদীর পারে গলসির দিকে হেলিকপ্টারের খবর তার কাছে আছে। তবে কি কারণে এই কপ্টারের আনাগোনা তার ব্যাপারে কিছু জানেন না তিনি।
ওসি’র সঙ্গে কথা বলার পরে আবারও কপ্টারের আনাগোনা দেখা যায়। দুটি কপ্টার আকাশে উড়তে দেখা যায়। বালির চড়ে হেলিকপ্টার নামার ঘটনায় গোটা জেলাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। যদিও এব্যাপারে জেলা প্রশাসনের কাছে এই বিষয় কোনও খবর নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হেলিকপ্টার দুটি ব্যারাকপুর এয়ারফোর্সের কার্গো ডিভিশনের হতে পারে। প্রশিক্ষণের কারণে অথবা জ্বালানির সমস্যার কারণে ফাঁকা জায়গায় অবতরণ করে থাকতে পারে।
যদিও এব্যাপারে জেলা পুলিশের কাছে কোনও আগাম সূচনা দেওয়া হয়নি বলেই জানিয়েছে পুলিশ।
অন্যদিকে পানাগড় সেনাবাহিনীর এক আধিকারিক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গলসির বালির চড়ে কবে, কারা, কি কারণে হেলিকপ্টার নিয়ে এসেছে সে ব্যাপারে তাঁদের কাছে কোনও তথ্য নেই। আর এরপরই হঠাৎই দামোদরের চড়ে হেলিকপ্টার নামার ঘটনায় এলাকাজুড়ে রহস্য তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গত ১৫ জানুয়ারি বর্ধমানের গলসি ২নং ব্লকের দাদপুর এলাকায় দামোদরের বালির চড়ের কাছাকাছি একটি হেলিকপ্টারকে নেমে আসতে দেখেন তারা। যদিও হেলিকপ্টারটি কিছুক্ষণ সেখানে ওড়ার পর চলে যায়। এরপরই সোমবার আচমকাই তাঁরা দেখেন দুটি হেলিকপ্টার পর পর ওই বালির চড়ে এসে নামে। দুটি কপ্টার থেকে প্রায় ২০জন নামেন। তাঁরা কিছুক্ষণ বালির চড়ে ঘোরাফেরা করার পর কপ্টারে উঠে পড়েন। কিছুক্ষণের মধ্যেই দুটি কপ্টারই উড়ে চলে যায়। সেই সময় হেলিকপ্টার দুটির ইঞ্জিন চালু অবস্থাতেই ছিল।
এ প্রসঙ্গে বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (ভূমি) ঋদ্ধি সেন জানিয়েছেন, তিনিও ওই এলাকা থেকে এই খবর পেয়েছেন। কিন্তু এব্যাপারে প্রশাসনিকভাবে তাঁদের কাছে কোনও খবরই নেই। স্বাভাবিকভাবেই কপ্টার নিয়ে কারা কিসের জন্য এখানে এলেন সেই বিষয়ে তাঁরাও কিছু জানেন না। তাঁদের কিছুই জানানো হয়নি।
অন্যদিকে, একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, ওই কপ্টারগুলি সেনাবাহিনীর। প্রশিক্ষণের জন্যই তাঁরা এই এলাকায় আসে। যদিও হেলিকপ্টারের বিষয়ে কেউই কোনও সদুত্তর দিতে পারেনি।