BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর

ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের

Kibria Ansary
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক: ভুয়ো ভোটার নিয়ে কড়া হল নবান্ন। ভুয়ো ভোটার তালিকা সংশোধন করতে কড়া নির্দেশ দিল রাজ্য সরকার। সংশোধনের কাজে যাতে বাড়তি নজরদারি করা হয়, সেই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। প্রত্যেকটি জেলার জেলাশাসকদের এই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, আবেদন জমা পড়ার পর ভাল করে তা যাচাই করতে হবে। কোনও নির্দিষ্ট এলাকায় যদি অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদন জমা পড়লে সেগুলি পুনরায় যাচাই করতে হবে।

প্রসঙ্গত, এর আগে ভোটার তালিকার নামে কারসাজির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনকে ব‍্যবহার করে অনলাইন ভোটার তালিকার নামে কারসাজি করা হচ্ছে। মুখ‍্যমন্ত্রীর এই অভিযোগের পরই কড়া অবস্থান নিল নবান্ন। শনিবার সব জেলার জেলাশাসক এবং একাধিক দফতরে সচিবদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ‌্যসচিব। সেই বৈঠকে মনোজ পন্থ সাফ বলেন, ভুয়ো ভোটার তালিকা তৈরির কাজে কোনও সরকারি কর্মী যুক্ত থাকার অভিযোগ এলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder