সচিব পর্যায়ে রদবদল রাজ্যে

- আপডেট : ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 26
পুবের কলম প্রতিবেদক: রাজ্যে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজ আগরওয়ালের নাম আগেই ঘোষিত হয়েছে। তিনি বন ও বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত প্রধান সচিবের দায়িত্ব পালন করতেন। বর্তমানে বন দফতরের প্রধান সচিব হলেন আইএফএস দেবল রায়। বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্ব সামলাবেন আইএএস রাজেশকুমার সিনহা। একই সঙ্গে রাজেশবাবু আবাসন, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের সচিব স্মারকী মহাপাত্রকে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের অধিকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের অতিরিক্ত সচিব অংশুল গুপ্তাকে কেএমডিএ-এর সিইও করা হল। দীপিকা সানয়ামাত হলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের বিভাগীয় সচিব। আইজি রেজিস্ট্রেশন ড. মাশঙ্কর এসকে কৃষি দফতরের সিনিয়র স্পেশাল সচিব পদে বহাল করা হল। পি মোহন গান্ধীকে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের অধিকর্তা করা হল। এই পদে থাকা অভিনব চন্দ্রকে প্রশাসনিক প্রশিক্ষ ণ কেন্দ্রের অতিরিক্ত অধিকর্তা করা হল।