নবীর জন্মদিন এক মঞ্চে বসাল বিজেপি-কংগ্রেস-আপ নেতাদের

- আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
- / 7
পুবের কলম, ওয়েব ডেস্ক: গোটা বছর জুড়ে সাপ-নেউলের সম্পর্ক থাকলেও নবী মুহাম্মদ (সা.)-র জন্মদিন এক মঞ্চে এনে বসাল গুপ্তা-প্রকাশ-ইমরানকে। রবিবার মার্কাজ-ই-আঞ্জুমান আয়োজিত ঈদে মিলাদ-উন-নবীর অনুষ্ঠানে পাশাপাশি বসলেন বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা, প্রাক্তন মেয়র জয় প্রকাশ, আপ মন্ত্রী ইমরান হুসেইন ও কংগ্রেসের জগদীশ টাইটলার।
নবীর জন্মদিন উপলক্ষে বিরোধী রাজনৈতিক দলের নেতারা এক মঞ্চে বসে আড্ডা দেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিলেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলর ইমরান ইসমাইল। ব্যক্তিগত আলাপচারিতায় আর খোশমেজাজের আড্ডায় কোথাও রাজনৈতিক মতবিরোধ ধরা পড়ল না। তাঁদেরকে মঞ্চে দেখে কেউ বুঝতেই পারল না, সারাবছর এদেরই মধ্যে চলে রাজনীতির চাপানউতোর।
বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা বলেছেন, ‘প্রতিবছর নবী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় যাতে বিভিন্ন দলের রাজনীতিবিদসহ বেশ কিছু মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা প্রতি বছরই আমাকে আমন্ত্রণ জানান এবং আমি অংশগ্রহণ করি।’
প্রাক্তন মেয়র জয় প্রকাশ বলেছেন, নবী মুহাম্মদ (সা.) শান্তির শিক্ষা দিয়েছেন। আমাদের উচিৎ সকলকে সমানভাবে দেখা এবং মানুষে মানুষে বিভেদ না করা। তিনি আরও বলেন, আমরা সবাই বলি ‘হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আপস মে ভাই ভাই’। কিন্তু এই কথাটার পরিবর্তে আমাদের বলা উচিৎ যে প্রথমে আমরা ভাই ভাই, তারপর হিন্দু, মুসলিম, শিখ, ইসাই। প্রকাশ বলেন, রবিবার একই দিনে নবী দিবস ও বাল্মিকী জয়ন্তী ছিল। এই দুই ধর্মের মিছিল লাল কেল্লায় গিয়ে মিলিত হয়েছে, অথচ কোথাও কোনো অশান্তি হয়নি। এটা শুধুমাত্র ভারতেই সম্ভব। অন্যদিকে আপ মন্ত্রী ইমরান হুসেইন ট্যুইট করে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত মুফতি ও উলেমারা তাঁদের বক্তব্যে নবী (সা.)-র জীবনের উপর আলোকপাত করেছেন।
অনেকে বলছেন, ভারতের আকাশের চাঁদও ঐক্যের বার্তা দেয়। এক চাঁদই ১২ রবিউল আউয়াল, কোগাজরী পূর্ণিমা আর বাল্মীকি জয়ন্তীকে মিলিয়ে মিশিয়ে দিয়েছে। কোথাও নবীর জন্মদিনে বিভেদ ভুলে এক মঞ্চে বসেছেন বিজেপি-কংগ্রেস-আপ নেতারা। এমন সম্প্রীতির নজির দেখে মুগ্ধ সংশ্লিষ্ট মহল।