২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

         নরেশ টিকায়েতের হস্তক্ষেপ, স্থগিত কুস্তিগীরদের পদক বিসর্জন    

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার
  • / 8

পুবের কলম,ওয়েবডেস্ক: গঙ্গায় পদক বিসর্জন দিলেন না কুস্তিগীররা। কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা  দিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। তাঁদের দাবি, কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

পাঁচদিনের মধ্যে তাঁদের দাবি না মানলে, গঙ্গায় পদক বিসর্জন দেবেন তাঁরা। কৃষক নেতা নরেশ টিকায়েত হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন। তাঁর হাতেই সব মেডেল তুলে  দেন কুস্তিগীররা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে  পদক বিসর্জনের হুঁশিয়ারি দেন দেশের তাবড় তাবড় কুস্তিগীররা। কথা মতো নির্দিষ্ট   সময়ের আগে পৌঁছে যান হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে। তবে ঘটনার পট তখনই পরিবর্তন হয় যখন কৃষক নেতা নরেশ টিকায়েত তাঁদের সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, হরিদ্বারে পৌঁছে নিজেদের অর্জিত পদক বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কুস্তিগীররা। তাঁদের সমর্থনে এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। কৃষক নেতা, সাধু ও অগণিত সাধারণ মানুষের অনুরোধে পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত রাখেন কুস্তিগীররা। সন্ধে সাড়ে সাতটা নাগাদ হরিদ্বার থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন।

সাক্ষীরা আগেই বলেছিলেন, আজ পদক বিসর্জনের পর ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশন শুরু করবেন তাঁরা। অন্যদিকে সূত্রের খবর, কুস্তিগীরদের ইন্ডিয়া গেটের সামনেও ধর্নায় বসতে দেবে না দিল্লি পুলিশ। সেক্ষেত্রে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা কলা হচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

         নরেশ টিকায়েতের হস্তক্ষেপ, স্থগিত কুস্তিগীরদের পদক বিসর্জন    

আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: গঙ্গায় পদক বিসর্জন দিলেন না কুস্তিগীররা। কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা  দিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। তাঁদের দাবি, কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

পাঁচদিনের মধ্যে তাঁদের দাবি না মানলে, গঙ্গায় পদক বিসর্জন দেবেন তাঁরা। কৃষক নেতা নরেশ টিকায়েত হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন। তাঁর হাতেই সব মেডেল তুলে  দেন কুস্তিগীররা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে  পদক বিসর্জনের হুঁশিয়ারি দেন দেশের তাবড় তাবড় কুস্তিগীররা। কথা মতো নির্দিষ্ট   সময়ের আগে পৌঁছে যান হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে। তবে ঘটনার পট তখনই পরিবর্তন হয় যখন কৃষক নেতা নরেশ টিকায়েত তাঁদের সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, হরিদ্বারে পৌঁছে নিজেদের অর্জিত পদক বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কুস্তিগীররা। তাঁদের সমর্থনে এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। কৃষক নেতা, সাধু ও অগণিত সাধারণ মানুষের অনুরোধে পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত রাখেন কুস্তিগীররা। সন্ধে সাড়ে সাতটা নাগাদ হরিদ্বার থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন।

সাক্ষীরা আগেই বলেছিলেন, আজ পদক বিসর্জনের পর ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশন শুরু করবেন তাঁরা। অন্যদিকে সূত্রের খবর, কুস্তিগীরদের ইন্ডিয়া গেটের সামনেও ধর্নায় বসতে দেবে না দিল্লি পুলিশ। সেক্ষেত্রে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা কলা হচ্ছে।