১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পৃথিবীকে বাঁচাতে তৈরি নাসা, সফল হল ডার্ট মিশন ,দেখুন সেই ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 18

 

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: ধেয়ে আসা গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে বাঁচাতে তৈরি মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ডার্ট মহাকাশযানের ধাক্কার মাধ্যমে গ্রহাণুর গতিপথ বদলে দিতে পেরেছে নাসা। ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর উপায়ের পরীক্ষায় সফল হয়েছে নাসা। ২৬ সেপ্টেম্বর রাতে নাসার ডার্ট মহাকাশযানটি হাইপারসনিক গতিতে একটি দূরবর্তী গ্রহাণুতে সফলভাবে আঘাত করে বিশ্বের প্রথম গ্রহ প্রতিরক্ষা পরীক্ষায় সফল হয়। ২০২১-র নভেম্বরে ডার্ট চালু হওয়ার ১০ মাস পর ওয়াশিংটন ডিসির বাইরে মিশন অপারেশন সেন্টার থেকে একটি গ্রহাণু বা কোনও মহাকাশীয় বস্তুর গতি পরিবর্তন করার চেষ্টা এই প্রথম। একটি মহাকাশযান গতিশক্তির মাধ্যমে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করতে পারে কিনা তা জানতে এই মিশন তৈরি করা হয়েছিল।

এই পরীক্ষাটি সঠিকভাবে হল কিনা তা জানতে অবশ্য কিছুটা অপেক্ষা করতে হবে। টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাবে না। তবে সোমবার পরীক্ষার পরে তাৎক্ষণিক ফলাফলের ভিত্তিতে বলা হয়, মহারাশযানটি তার উদ্দেশ্যে সফল হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষা সফল হওয়ার পরে নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর পাম মেলরয় বলেছেন, নাসা মানবতার জন্য কাজ করে। মেরিল্যান্ডের জন্স হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড ফিডিক্স ল্যাবরেটরি মিশনের অপারেশন সেন্টার থেকে সোমবার পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। সেখানে গ্রহাণুর প্রত্যেক সেকেন্ডের ছবি দেখা হয়। সিগন্যাল হারিয়ে যাওয়ার ঠিক আগে পর্যন্ত যে ছবি এসেছে, তাতে গ্রহাণুর গতিপথ বদলে গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পৃথিবীকে বাঁচাতে তৈরি নাসা, সফল হল ডার্ট মিশন ,দেখুন সেই ভিডিও

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: ধেয়ে আসা গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে বাঁচাতে তৈরি মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ডার্ট মহাকাশযানের ধাক্কার মাধ্যমে গ্রহাণুর গতিপথ বদলে দিতে পেরেছে নাসা। ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর উপায়ের পরীক্ষায় সফল হয়েছে নাসা। ২৬ সেপ্টেম্বর রাতে নাসার ডার্ট মহাকাশযানটি হাইপারসনিক গতিতে একটি দূরবর্তী গ্রহাণুতে সফলভাবে আঘাত করে বিশ্বের প্রথম গ্রহ প্রতিরক্ষা পরীক্ষায় সফল হয়। ২০২১-র নভেম্বরে ডার্ট চালু হওয়ার ১০ মাস পর ওয়াশিংটন ডিসির বাইরে মিশন অপারেশন সেন্টার থেকে একটি গ্রহাণু বা কোনও মহাকাশীয় বস্তুর গতি পরিবর্তন করার চেষ্টা এই প্রথম। একটি মহাকাশযান গতিশক্তির মাধ্যমে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করতে পারে কিনা তা জানতে এই মিশন তৈরি করা হয়েছিল।

এই পরীক্ষাটি সঠিকভাবে হল কিনা তা জানতে অবশ্য কিছুটা অপেক্ষা করতে হবে। টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাবে না। তবে সোমবার পরীক্ষার পরে তাৎক্ষণিক ফলাফলের ভিত্তিতে বলা হয়, মহারাশযানটি তার উদ্দেশ্যে সফল হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষা সফল হওয়ার পরে নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর পাম মেলরয় বলেছেন, নাসা মানবতার জন্য কাজ করে। মেরিল্যান্ডের জন্স হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড ফিডিক্স ল্যাবরেটরি মিশনের অপারেশন সেন্টার থেকে সোমবার পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। সেখানে গ্রহাণুর প্রত্যেক সেকেন্ডের ছবি দেখা হয়। সিগন্যাল হারিয়ে যাওয়ার ঠিক আগে পর্যন্ত যে ছবি এসেছে, তাতে গ্রহাণুর গতিপথ বদলে গিয়েছে।