BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার BREAKING: শচীনকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বের দ্রুততম ১৪ হাজার রানের মালিক বিরাট বাংলাদেশে আসছেন ইলন মাস্ক! বিদেশী ছাত্রী মৃত্যু! ‘জাতিবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ তুলে দেশ ছাড়ছে নেপালি পড়ুয়ারা অভিনয়ে সুযোগ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণ মহাকুম্ভে নিয়ে গিয়ে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী জয়নগরে ভলিবল টুর্নামেন্ট

নাসরুল্লাহর চাচাতো ভাই হাশেম সাফিউদ্দিনও নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
hashem safiuddin dead

বেইরুট, ২৪ অক্টোবর: হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা হাশেম সাফিউদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।

 

তিনি হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন।

 

আরও পড়ুনঃ কানাডার প্রধানমন্ত্রীকে পদত্যাগের ডেডলাইন, বিপাকে জাস্টিন ট্রুডো

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের মহান শহীদ এবং তাদের ভাইদের কাছে অঙ্গীকার করছি যে, স্বাধীনতা ও বিজয়ের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত প্রতিরোধ ও জিহাদের পথ অব্যাহত রাখব।’ এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে, প্রায় তিন সপ্তাহ আগে একটি হামলায় হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দীন এবং হিজবুল্লাহর গোয়েন্দা অধিদফতরের প্রধান আলী হুসেইন হাজিমা অন্যান্য হিজবুল্লাহ কমান্ডারের সঙ্গে নিহত হয়েছেন।

 

সেনাবাহিনী আরও বলেছে, ইসরাইলি বিমানবাহিনী তিন সপ্তাহ আগে লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহের দক্ষিণ বৈরুত শহরতলিতে হিজবুল্লাহর প্রধান গোয়েন্দা সদর দফতরে একটি সুনির্দিষ্ট গোয়েন্দাভিত্তিক হামলা চালিয়েছিল। সে সময় সদর দফতরে ২৫ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্য উপস্থিত ছিলেন।

হাশেম সাফিউদ্দিন হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই।

 

তিনি হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান ছিলেন। সংগঠনটি রাজনৈতিক দিকটি দেখতেন তিনি। এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত ছিলেন সাফিউদ্দিন। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder