তিরুবনন্তপুরম, ২১ ফেব্রুয়ারি: দেশের অবিজেপিশাসিত রাজ্যগুলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খসড়া নির্দেশিকার বিরোধিতা করে জাতীয় কনভেনশনে যোগ দিল। সূত্রের খবর, দেশের চারটি অবিজেপিশাসিত রাজ্য কেরলের তিরুবনন্তপুরমে ওই কনভেনশনে অংশগ্রহণ করে। সূত্রের খবর, এই রাজ্যগুলির মধ্যে রয়েছে তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল এবং ঝাড়খণ্ড। সংশ্লিষ্ট রাজ্যগুলির তরফে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে নির্দেশিকা প্রস্তুত করেছে এতে উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের কর্তৃত্ব খাটো করা হচ্ছে।
এনিয়ে দুবার জাতীয় কনভেনশন আয়োজিত হল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খসড়ার বিরোধিতা করে। সূত্রের খবর, প্রথম জাতীয় কনভেনশনটি ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আয়োজিত হয়। সেখানে যোগদানকারী রাজ্যগুলির মধ্যে ছিল মোট ৬টি রাজ্য। হিমাচলপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড-সহ মোট ৬টি রাজ্যর উচ্চশিক্ষা মন্ত্রীরা ওই কনভেনশনে অংশগ্রহণ করেন। বেঙ্গালুরুতে আয়োজিত প্রথম কনভেনশনে ৬ রাজ্যের শিক্ষামন্ত্রীরা যোগ দেন।
তিরুবনন্তপুরমে আয়োজিত কনভেনশনে যোগদান করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওই খসড়ায় যেভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যগুলির ক্ষমতা খর্ব করা হয়েছে তা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিযোগ। তিরুবনন্তপুরমের জাতীয় কনভেনশনে উপস্থিত ছিলেন বামশাসিত কেরলের বেশ কয়েকজন মন্ত্রীও। প্রসঙ্গত, চলতি বছরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওই খসড়া আনেন। এরপর গত জানুয়ারি মাসে কেরল বিধানসভা সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পেশ করে দাবি করে অবিলম্বে খসড়াটি প্রত্যাহার করতে হবে।
সূত্রের খবর, কেরল সরকার অধ্যাপক প্রভাত পটনায়েকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওই খসড়া সম্পর্কে। তিরুবনন্তপুরমে আয়োজিত জাতীয় কনভেনশনে প্রভাত পটনায়েক নেতৃত্বাধীন কমিটি এসম্পর্কে রিপোর্ট পেশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে খসড়া নির্দেশিকা বানিয়েছে তা গুরুতর সাংবিধানিক বিষয়। এতে উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যগুলির অধিকার লঙ্ঘিত হয়েছে।