১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাশনাল হেরাল্ড: প্রতিবাদে রাস্তায় কংগ্রেস

চামেলি দাস
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে ইডি আদালতে চার্জশিট পেশ করার পরই কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রতিবাদে রাস্তায় নেমেছে। এছাড়াও স্যাম পিত্রোদা, সুমন দুবে-সহ অনেকেরই নাম রয়েছে চার্জশিটে।

মঙ্গলবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডি চার্জশিট পেশ করেছে। আদালত এই মামলার শুনানি হবে আগামী ২৫ এপ্রিল। গত ১১ এপ্রিল ইডি দিল্লি, মুম্বই এবং লখনউয়ের সম্পত্তি রেজিßT্রারদের নোটিশ পাঠিয়েছিল। ওই চার্জশিটে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তির উল্লেখ রয়েছে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি যে চার্জশিট পেশ করেছে তা প্রতিশোধের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের ভয় দেখানোর জন্য সরকারি সংস্থাগুলি ব্যবহার করছেন। এর আগেও বিরোধীদের কণ্ঠরোধ করতে মোদি-শাহ একাধিক বিরোধীদলের নেতাদের পিছনে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের।

বিজেপি মুখপাত্র এবং প্রাক্তন মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, সোনিয়া এবং রাহুল গান্ধি জামিনে আছেন। প্রসাদ বলেন, ‘মামলাটি শেষ করার জন্য সোনিয়া-রাহুল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু স্বস্তি পাননি। আইনকে তার কাজ করতে দেওয়া উচিত।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ন্যাশনাল হেরাল্ড: প্রতিবাদে রাস্তায় কংগ্রেস

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে ইডি আদালতে চার্জশিট পেশ করার পরই কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রতিবাদে রাস্তায় নেমেছে। এছাড়াও স্যাম পিত্রোদা, সুমন দুবে-সহ অনেকেরই নাম রয়েছে চার্জশিটে।

মঙ্গলবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডি চার্জশিট পেশ করেছে। আদালত এই মামলার শুনানি হবে আগামী ২৫ এপ্রিল। গত ১১ এপ্রিল ইডি দিল্লি, মুম্বই এবং লখনউয়ের সম্পত্তি রেজিßT্রারদের নোটিশ পাঠিয়েছিল। ওই চার্জশিটে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তির উল্লেখ রয়েছে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি যে চার্জশিট পেশ করেছে তা প্রতিশোধের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের ভয় দেখানোর জন্য সরকারি সংস্থাগুলি ব্যবহার করছেন। এর আগেও বিরোধীদের কণ্ঠরোধ করতে মোদি-শাহ একাধিক বিরোধীদলের নেতাদের পিছনে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের।

বিজেপি মুখপাত্র এবং প্রাক্তন মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, সোনিয়া এবং রাহুল গান্ধি জামিনে আছেন। প্রসাদ বলেন, ‘মামলাটি শেষ করার জন্য সোনিয়া-রাহুল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু স্বস্তি পাননি। আইনকে তার কাজ করতে দেওয়া উচিত।’