১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুরী-ভুবনেশ্বর-কটক থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীন পট্টনায়কের

ইমামা খাতুন
  • আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার
  • / 13

পুবের কলম,ওয়েবডেস্ক: বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাতিল হয়েছে বহু ট্রেন। অন্যদিকে দুর্ঘটনার জেরে আটকে পড়েছেন বহু মানুষ। রবিবারও বাতিল হয়েছে অন্তত ২০টি ট্রেন। যাত্রীদের এই সমস্যা দূর করতে বিনামূল্যে ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা চালু  করার কথা ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি জানান, পুরী, কটক এবং ভুবনেশ্বর থেকে কলকাতা পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। দৈনিক ৫০টি করে বাস চলবে। রবিবার সকালে ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কথা জানানো হয়। এদিন থেকেই বাস পরিসেবা চালু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, যতদিন না বালেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক না হচ্ছে ততদিন এই বিশেষ বাস পরিষেবা চালু থাকবে। সম্পূর্ণ বিনামূল্যে বাসে আসতে পারবেন সাধারণ মানুষ। পাশাপশি এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন যাঁরা, তাঁদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরী-ভুবনেশ্বর-কটক থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীন পট্টনায়কের

আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাতিল হয়েছে বহু ট্রেন। অন্যদিকে দুর্ঘটনার জেরে আটকে পড়েছেন বহু মানুষ। রবিবারও বাতিল হয়েছে অন্তত ২০টি ট্রেন। যাত্রীদের এই সমস্যা দূর করতে বিনামূল্যে ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা চালু  করার কথা ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি জানান, পুরী, কটক এবং ভুবনেশ্বর থেকে কলকাতা পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। দৈনিক ৫০টি করে বাস চলবে। রবিবার সকালে ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কথা জানানো হয়। এদিন থেকেই বাস পরিসেবা চালু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, যতদিন না বালেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক না হচ্ছে ততদিন এই বিশেষ বাস পরিষেবা চালু থাকবে। সম্পূর্ণ বিনামূল্যে বাসে আসতে পারবেন সাধারণ মানুষ। পাশাপশি এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন যাঁরা, তাঁদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।