১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েত নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে আইএসএফ, জানালেন নওয়াজ সিদ্দিকি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 6

 

 

ওবাইদুল্লা লস্কর,মগরাহাট: মঙ্গলবার মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক জনসভায় উপস্থিত হন আইএসএফ সংগঠনের চেয়ারম্যান তথা ভাঙরের  বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এদিনের এই জনসভায় উপস্থিত হয়ে তিনি জানান গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে । পাশাপাশি তিনি এও জানান আই এফ এফ সংগঠনের একমাত্র শক্তি হচ্ছে তাদের কর্মী সমর্থকেরা। পাশাপাশি ২০১৮ শাসকদলের পঞ্চায়েত নির্বাচন নিয়েও কটাক্ষ করেন তিনি। এবং ২০২৩  এ  আইএসএফ   পঞ্চায়েতে যথেষ্ট ভালো ফল করবে এমনটাই জানান তিনি।

 

আইএসএফ  পঞ্চায়েত নির্বাচনে  রাজ্যের সব পঞ্চায়েত আসনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও অধিকাংশ জায়গায় নির্বাচনে লড়াই করবে  আইএসএফ  অবশ্য বাম কংগ্রেসের সঙ্গে  জোট প্রসঙ্গে তিনি বলেন , তিনি এখনো মনে করেন তিনি সংযুক্ত মোর্চার বিধায়ক। তবে আগামীতে ভোটের ময়দানে আইএসএফ  বাম কংগ্রেসের সঙ্গে  জোট করবে কি না তা আলোচনার পর জানাবেন। তবে পঞ্চায়েত নির্বাচনে মাটি কামড়ে লড়াইয়ের ময়দানে থাকবে ISF এদিনের কর্মীসভায় স্পষ্ট বার্তা দেন নওশাদ সিদ্দিকী। ২০২৩ এর শাসকদল পঞ্চায়েত নির্বাচনে নিয়ে কটাক্ষ করে তিনি বললেন ২০২৩এ l পঞ্চায়েতে যথেষ্ট ভালো ফল করবে আইএসএফ। তাদের একমাত্র শক্তি হচ্ছে  কর্মীর সমর্থকেরা এমনটাই জানান তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েত নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে আইএসএফ, জানালেন নওয়াজ সিদ্দিকি

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

ওবাইদুল্লা লস্কর,মগরাহাট: মঙ্গলবার মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক জনসভায় উপস্থিত হন আইএসএফ সংগঠনের চেয়ারম্যান তথা ভাঙরের  বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এদিনের এই জনসভায় উপস্থিত হয়ে তিনি জানান গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে । পাশাপাশি তিনি এও জানান আই এফ এফ সংগঠনের একমাত্র শক্তি হচ্ছে তাদের কর্মী সমর্থকেরা। পাশাপাশি ২০১৮ শাসকদলের পঞ্চায়েত নির্বাচন নিয়েও কটাক্ষ করেন তিনি। এবং ২০২৩  এ  আইএসএফ   পঞ্চায়েতে যথেষ্ট ভালো ফল করবে এমনটাই জানান তিনি।

 

আইএসএফ  পঞ্চায়েত নির্বাচনে  রাজ্যের সব পঞ্চায়েত আসনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও অধিকাংশ জায়গায় নির্বাচনে লড়াই করবে  আইএসএফ  অবশ্য বাম কংগ্রেসের সঙ্গে  জোট প্রসঙ্গে তিনি বলেন , তিনি এখনো মনে করেন তিনি সংযুক্ত মোর্চার বিধায়ক। তবে আগামীতে ভোটের ময়দানে আইএসএফ  বাম কংগ্রেসের সঙ্গে  জোট করবে কি না তা আলোচনার পর জানাবেন। তবে পঞ্চায়েত নির্বাচনে মাটি কামড়ে লড়াইয়ের ময়দানে থাকবে ISF এদিনের কর্মীসভায় স্পষ্ট বার্তা দেন নওশাদ সিদ্দিকী। ২০২৩ এর শাসকদল পঞ্চায়েত নির্বাচনে নিয়ে কটাক্ষ করে তিনি বললেন ২০২৩এ l পঞ্চায়েতে যথেষ্ট ভালো ফল করবে আইএসএফ। তাদের একমাত্র শক্তি হচ্ছে  কর্মীর সমর্থকেরা এমনটাই জানান তিনি।