পথ দুর্ঘটনায় ইন্তেকাল নাজমুলের

- আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার
- / 5
পুবের কলম প্রতিবেদক: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ইন্তেকাল করলেন পুবের কলম-এর ডেপুটি চিফ রিপোর্টার আবদুল ওদুদ-এর শ্যালক নাজমুল হোসেন (মিল্টন) (ইন্নালিল্লাহি…)। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। সাদাসিধে, সরল মনের, পরোপকারী মানুষ ছিলেন।
মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন নাজমুল। বুধবার রাত আটটা নাগাদ কাজ শেষ করে পণ্ডিতপুরের নিজ বাড়ি ফিরছিলেন। ওই সময় কৃষ্ণসাইল মোড়ের কাছে লালগোলার দিক থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে নাজমুলের বাইকটির। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন তিনি। সেই সময় লালগোলার দিক থেকে আসা বাইকটির পিছনে থাকা একটি ট্রাকটর নাজমুলের দেহকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইক থেকে ছিটকে যাওয়ার পরও কিছুক্ষণ বেঁচে ছিলেন তিনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ মরহুমের দাফন সম্পন্ন হয়। স্থানীয় কয়েক হাজার মানুষ তাঁর জানাজায় শামিল হন। মরহুম নাজমুল রেখে গেলেন পিতা নজরুল ইসলাম, মা, স্ত্রী ও দুই শিশুকন্যাকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের তরফ থেকে রুহের মাগফিরাতের জন্য দোয়ার আবেদন জানানো হয়েছে।