১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অমৃতপালের খোঁজে নেপাল পুলিশ

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 7

পুবের কলম,ওয়েবডেস্ক: পঞ্জাব-হরিয়ানার সীমান্ত পেরিয়ে অমৃতপাল সিং নেপালে ঢুকে পড়েছেন বলে দাবি গোয়েন্দাদের। তাই খালিস্তানপন্থী   নেতাকে খুঁজতে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস, নেপালের বিদেশ মন্ত্রককে চিঠি পাঠিয়ে তাঁকে খোঁজার অনুরোধ জানিয়েছে। ওই চিঠিতে বলে হয়েছে, অমৃতপাল যদি নিজের পাসপোর্ট বা কোনও ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে নেপাল থেকে পালানোর চেষ্টা করে, তাহলে তাঁকে যেন গ্রেফতার করা হয়।

অমৃত সম্পর্কিত সব তথ্য ইতিমধ্যেই নেপালের গোয়েন্দা সংস্থা, হোটেল, বিমান সংস্থাকে পাঠানো হয়েছে, যাতে সে অন্য কোথাও পালানোর সুযোগ না পায়। পুলিশের সন্দেহ, অমৃত নেপালে গা ঢাকা দিয়েছে এবং অন্য কোনও দেশে পালিয়ে যাওয়ার ছক কষছে। তাঁকে খুঁজতে তৎপর নেপাল  সরকার।

গত ১১ দিন ধরে তাঁর খোঁজ চলছে। বারবারই পুলিশের চোখে ধুলো দিচ্ছেন ওয়ারিশ পঞ্জাব দে-র নেতা। অমৃতপাল নতুন করে যাতে চোখে ধুলো না দিতে পারে, তার জন্য কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে নেপালের বিভিন্ন বিমানবন্দরে। ভারতকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত নেপালের প্রশাসন।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অমৃতপালের খোঁজে নেপাল পুলিশ

আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: পঞ্জাব-হরিয়ানার সীমান্ত পেরিয়ে অমৃতপাল সিং নেপালে ঢুকে পড়েছেন বলে দাবি গোয়েন্দাদের। তাই খালিস্তানপন্থী   নেতাকে খুঁজতে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস, নেপালের বিদেশ মন্ত্রককে চিঠি পাঠিয়ে তাঁকে খোঁজার অনুরোধ জানিয়েছে। ওই চিঠিতে বলে হয়েছে, অমৃতপাল যদি নিজের পাসপোর্ট বা কোনও ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে নেপাল থেকে পালানোর চেষ্টা করে, তাহলে তাঁকে যেন গ্রেফতার করা হয়।

অমৃত সম্পর্কিত সব তথ্য ইতিমধ্যেই নেপালের গোয়েন্দা সংস্থা, হোটেল, বিমান সংস্থাকে পাঠানো হয়েছে, যাতে সে অন্য কোথাও পালানোর সুযোগ না পায়। পুলিশের সন্দেহ, অমৃত নেপালে গা ঢাকা দিয়েছে এবং অন্য কোনও দেশে পালিয়ে যাওয়ার ছক কষছে। তাঁকে খুঁজতে তৎপর নেপাল  সরকার।

গত ১১ দিন ধরে তাঁর খোঁজ চলছে। বারবারই পুলিশের চোখে ধুলো দিচ্ছেন ওয়ারিশ পঞ্জাব দে-র নেতা। অমৃতপাল নতুন করে যাতে চোখে ধুলো না দিতে পারে, তার জন্য কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে নেপালের বিভিন্ন বিমানবন্দরে। ভারতকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত নেপালের প্রশাসন।