হেগ, ২৭ অক্টোবরঃ ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি করল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রোমানিয়ার ম্যাজিস্ট্রেট ইউলিয়া মোটোককে সরিয়ে দেয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, তারা গাজায় যুদ্ধপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা এক বিচারককে বদলি করেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এক প্রতিবেদনে বলেছে, মামলার তিন বিচারকের প্যানেল থেকে রোমানিয়ার ম্যাজিস্ট্রেট ইউলিয়া মোটোককে সরিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে তার স্বাস্থ্যগত কারণ সামনে আনা হয়েছে। ইউলিয়া মোটোককে সরানোর পরপরই তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে স্লোভেনীয় আইসিসির বিচারক বেটি হোহলারকে।