নেতানিয়াহুর তীব্র সমালোচনা করলেন ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড

- আপডেট : ১৯ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- / 15
পুবের কলম, ওয়েবডেস্ক: বেঞ্জামিন নেতানিয়াহুকে তোপ দাগলেন ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইসরাইলকে নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু, তাঁর লিডারশীপের বিরোধীতাও করেছেন ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। তিনি বলেছেন, যুদ্ধের পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা উপত্যকা শাসন করবে। যদি এটি সত্যিকারের সংস্কার হয়। বৃহস্পতিবার ইসরাইলের জাতীয় সংবাদমাধ্যম ‘কান’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন ল্যাপিড।
ইসরাইলের জাতীয় সম্প্রচার মাধ্যম কানকে লাপিদ বলেন, ‘উসকানি ও দুর্নীতির ইস্যুতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যদি সত্যিকারের সংস্কারের মধ্য দিয়ে যায়, তাহলে গাজার কিছু অংশে তাদের বেসামরিক যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে।’ তবে তিনি এখনও মনে করেন না, যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। নেতানিয়াহু বারবার ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে নসাৎ করেছেন বলেও দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর।