করাচি, ১৮ ফেব্রুয়ারি: কয়েদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের জার্সিতে ‘প্যাকিস্তানে’ লেখা যেন না থাকে। যা নিয়ে পিসিবি নিজেদের অসন্তোষের কথাও জানায়। তবে শেষমেষ আইসিসির নির্দেশে ‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। তবে সেই জার্সির ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের যে জার্সির ছবি মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিরাট-রোহিতদের জার্সির ডানদিকে লেখা, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তান।
সদ্য পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার খবরের পরে বিরাটদের জার্সিতে‘পাকিস্তান’ লেখা নিয়ে অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন. ‘ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা কেন থাকবে?’ কেউ আবার লিখেছেন, ‘রোহিতদের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা না থাকলে কারোর কোনও অসুবিধা হত না।’ পালটা হিসেবে পাক ক্রিকেটপ্রেমীরা লিখেছেন, ‘এটা আইসিসির নির্দেশ, যেটা প্রতিটা দলকেই মানতে হবে।’