পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান। লোকসভায় পেশ হল আয়কর বিল। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
১) লোকসভায় পেশ হল আয়কর বিল। আয়কর বিল আপাতত পাঠানো হবে সিলেক্ট কমিটিতে।
২) দেশের কর ব্যবস্থাকে সরল ও আধুনিক করতে নতুন বিলটি আনা হয়েছে বলে দাবি করেছে সরকার।
৩) নয়া আয়কর বিল পূর্বের তুলনায় অনেক জটিল বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
৪) ১৯৬১ সালের আয়কর আইন বদল করতেই এই নতুন বিল আনা হয়েছে
৫) বিরোধী সাংসদদের একাংশ বিল পেশের সময়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন।