বাংলার জন্য নতুন ট্রেন রেলের, উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের যাত্রীরা পাবেন সুবিধা

- আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
- / 9
পুবের কলম, ৮ ডিসেম্বর: বাংলার জন্য নতুন ট্রেনের ঘোষণা ভারতীয় রেলের। শুক্রবার শিয়ালদহ থেকে বালুরঘাট যাওয়ার নতুন ট্রেন পেল বাংলা। রেল সূত্রে খবর, প্রতিদিন ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করবে রাত্রি ১০:৩০ মিনিটে। পরেরদিন ভোর ৫:৪০ মিনিটে মালদহ স্টেশনে পৌঁছবে। বালুরঘাটে পৌঁছবে সকাল সাড়ে ৮:৩০ মিনিটে।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাত্রীরা এই ট্রেনের সুবিধা পাবেন। শিয়ালদহ থেকে যাত্রা শুরু করে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদহ টাউন, একালাখি, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং রামপুর স্টেশনেও থামবে ট্রেনটি। খুব তাড়াতাড়ি ট্রেনটির যাতায়াত শুরু করবে বলে জানিয়েছে রেল।
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর জন্য দীর্ঘদিন থেকে একটি ট্রেনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হল। এবিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘বালুরঘাটের সাংসদ এবং বাসিন্দা হিসাবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণোকে ধন্যবাদ জানাই। জেলার মানুষের জন্য এটি খুশির খবর।’’