পুজোর পোশাকে নয়া ট্রেন্ড ‘আশ্বিনের শারদপ্রাতে, টাকাকড়ি সব ইডির হাতে!’ জানতে হলে পড়তে হবেই
- আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: রাত পোহালেই মহালয়া। শারদোৎসবের আনন্দে গা ভাসাতে আর মাত্র কয়েকটা দিন। চলছে শেষ মূহুর্তের কেনাকাটা।
ছেলে মেয়েদের জন্যে নতুন ট্রেন্ডের রকমারি পোশাক। তবে এবার পুজোর সাজে নতুন ট্রেন্ড – ‘আশ্বিনের শারদপ্রাতে, টাকাকড়ি সব ইডির হাতে!’ লেখা টি – শার্ট। এটাই নাকি এবার পুজোয় নতুন ট্রেন্ড। সম্প্রতি বাংলায় ঘটে যাওয়া নানা ঘটনাগুলি নিয়ে বিভিন্ন ট্যাগলাইন দেওয়া জামার চাহিদা এবার তুঙ্গে।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে তাকেই সামনে রেখে বানানো হয়েছে এই ট্যাগ লাইন।
‘যত্র আয় তত্র ব্যয়’, ‘মা দেখা দে নয় টাকা দে’ , এই ধরনের ওয়ান লাইনার লেখা টিশার্টে বাজার ছেয়ে গিয়েছে। বিজ্ঞাপন বিশেষজ্ঞদের কথায় তরুণ প্রজন্ম নিজেদের মত করে সমস্যাগুলো কে নিয়ে ভাবে, তার প্রতিবাদ করে। তাই কোটেশন টি শার্ট গুলি এত জনপ্রিয় হচ্ছে।