০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে ব্যাটে ঝড় নিউজিল্যান্ডের আব্বাসের

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্ক:  জন্ম পাকিস্তানের মাটিতে। তবে মুহাম্মদ আব্বাসের ক্রিকেটে হাতেখড়ি নিউজিল্যান্ডে। অথচ সেই জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে এদিন ব্যাট হাতে ঝড় তুললেন কিউয়ি তরুণ তুর্কি মুহাম্মদ আব্বাস। নিউজিল্যান্ডের হয়ে নিজের অভিষেক ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে গড়লেন বিশ্বরেকর্ড। শেষদিকে তার করা ২৬ বলে ৫২ রানের ইনিংসের কাঁধে চেপে বসে নিউজিল্যান্ড। সেই রানের পাহাড় অতিক্রম করতে গিয়ে খেই হারিয়ে ফেলে রিজওয়ানের পাকিস্তান।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পাচ্ছেন ইমরান খান!

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের পথেই ছিল পাকিস্তান। কিন্তু ২৪৯ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাবর আজম আউট হতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। বাবর আউট হওয়ার সময় পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৬৮ বলে ৯৬ রান। ক্রিজে তখন ছিলেন ৩৩ বলে ৪৪ রান করা সালমান আগা। হাতে ৬ উইকেট। কিন্তু শেষ ২২ রান তুলতেই ২৭১ রানে গুটিয়ে যায় রিজওয়ানের দল। শেষ পর্যন্ত কিউইদের কাছে ৭৩ রানে পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে গেল পাকিস্তান।

এর আগে শনিবার নেপিয়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৩ উইকেট হারালেও ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যানের ১৯৯ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৭৬ রানে মিচেল বিদায় নিলেও সেঞ্চুরি তুলে নেন চ্যাপম্যান। ১১১ বলে ১৩২ রান করেন তিনি। আর শেষ নিজের অভিষেক ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়লেন আব্বাস।  আর এতে তিনি পিছনে ফেললেন ক্রণাল পান্ডিয়ার ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ২৬ বলে ৫২ রান তুলে হাফসেঞ্চুরির রেকর্ড। অভিষেক ম্যাচে সবচেয়ে কম বলে অর্ধশতরান করার রেকর্ড ছিল ক্রণালের। আব্বাস সেই রেকর্ড ভেঙে দিলেন। ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে শেষদিকে আব্বাসই নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে ৩৪৪ রান তুলতে সাহায্য করেছিলেন। পাল্টা ব্যাট করতে নেমে যে রানটা তুলতে ব্যর্থ হল পাকিস্তান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে ব্যাটে ঝড় নিউজিল্যান্ডের আব্বাসের

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  জন্ম পাকিস্তানের মাটিতে। তবে মুহাম্মদ আব্বাসের ক্রিকেটে হাতেখড়ি নিউজিল্যান্ডে। অথচ সেই জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে এদিন ব্যাট হাতে ঝড় তুললেন কিউয়ি তরুণ তুর্কি মুহাম্মদ আব্বাস। নিউজিল্যান্ডের হয়ে নিজের অভিষেক ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে গড়লেন বিশ্বরেকর্ড। শেষদিকে তার করা ২৬ বলে ৫২ রানের ইনিংসের কাঁধে চেপে বসে নিউজিল্যান্ড। সেই রানের পাহাড় অতিক্রম করতে গিয়ে খেই হারিয়ে ফেলে রিজওয়ানের পাকিস্তান।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পাচ্ছেন ইমরান খান!

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের পথেই ছিল পাকিস্তান। কিন্তু ২৪৯ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাবর আজম আউট হতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। বাবর আউট হওয়ার সময় পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৬৮ বলে ৯৬ রান। ক্রিজে তখন ছিলেন ৩৩ বলে ৪৪ রান করা সালমান আগা। হাতে ৬ উইকেট। কিন্তু শেষ ২২ রান তুলতেই ২৭১ রানে গুটিয়ে যায় রিজওয়ানের দল। শেষ পর্যন্ত কিউইদের কাছে ৭৩ রানে পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে গেল পাকিস্তান।

এর আগে শনিবার নেপিয়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৩ উইকেট হারালেও ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যানের ১৯৯ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৭৬ রানে মিচেল বিদায় নিলেও সেঞ্চুরি তুলে নেন চ্যাপম্যান। ১১১ বলে ১৩২ রান করেন তিনি। আর শেষ নিজের অভিষেক ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়লেন আব্বাস।  আর এতে তিনি পিছনে ফেললেন ক্রণাল পান্ডিয়ার ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ২৬ বলে ৫২ রান তুলে হাফসেঞ্চুরির রেকর্ড। অভিষেক ম্যাচে সবচেয়ে কম বলে অর্ধশতরান করার রেকর্ড ছিল ক্রণালের। আব্বাস সেই রেকর্ড ভেঙে দিলেন। ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে শেষদিকে আব্বাসই নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে ৩৪৪ রান তুলতে সাহায্য করেছিলেন। পাল্টা ব্যাট করতে নেমে যে রানটা তুলতে ব্যর্থ হল পাকিস্তান।