১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন নিউজিল্যান্ডের  নয়া প্রধানমন্ত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স। বুধবার দেশটির রাজধানী ওয়েলিংটনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান ৪৪ বছর বয়সি এ রাজনীতিক। তাঁকে শপথবাক্য পাঠ করান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল। এ দিন শপথ নিয়ে ক্রিস বলেছেন, ‘জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব।’ ক্রিসের সঙ্গে কারমেল সেপুলোনি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। লেবার পার্টি থেকে হিপকিন্স ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পার্লামেন্টে আসার আগে তিনি দেশটির শিক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের কার্যালয়েও। গত সপ্তাহে হঠাৎ পদত্যাগ করার কথা জানান নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। তিনি বলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং মহামারি সামলাতে হয়েছে তাঁকে। এবার পরিবারের সঙ্গে থাকতে চান তিনি। শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, মহামারি-পরবর্তী অর্থনীতিকে চাঙা করাই তাঁর প্রথম এবং প্রধান কাজ। বুধবারই তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসার কথা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শপথ নিলেন নিউজিল্যান্ডের  নয়া প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স। বুধবার দেশটির রাজধানী ওয়েলিংটনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান ৪৪ বছর বয়সি এ রাজনীতিক। তাঁকে শপথবাক্য পাঠ করান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল। এ দিন শপথ নিয়ে ক্রিস বলেছেন, ‘জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব।’ ক্রিসের সঙ্গে কারমেল সেপুলোনি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। লেবার পার্টি থেকে হিপকিন্স ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পার্লামেন্টে আসার আগে তিনি দেশটির শিক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের কার্যালয়েও। গত সপ্তাহে হঠাৎ পদত্যাগ করার কথা জানান নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। তিনি বলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং মহামারি সামলাতে হয়েছে তাঁকে। এবার পরিবারের সঙ্গে থাকতে চান তিনি। শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, মহামারি-পরবর্তী অর্থনীতিকে চাঙা করাই তাঁর প্রথম এবং প্রধান কাজ। বুধবারই তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসার কথা।