পিএফআই ষড়যন্ত্র মামলায় রাজস্থানের ৭টি জায়গায় তল্লাশি চালালো এনআইএ

- আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: পিএফআই ষড়যন্ত্র মামলায় রাজস্থানের ৭টি জায়গায় তল্লাশি চালা্লো এনআইএ। শনিবার এই তল্লাশি অভিযান চালানো হয়। এনআইএ-এর মুখপাত্র জানিয়েছেন, কোটা, মাধোপুর, ভিলওয়াড়া, বুন্দি, জয়পুর জেলায় আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলিতে এই অভিযান চালানো হয়েছে। এই তল্লাশি অভিযানে ডিজিটাল ডিভাইস, একটি এয়ারগান, ধারালো অস্ত্র এবং অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
মুখপাত্র আরও জানিয়েছেন, গত ১৯ সেপ্টেম্বর পিএফআই-এর বিরুদ্ধে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এনআইএ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। সেই মামলা অনুযায়ী বারানের পিএফআই সাদিক সররফ এবং কোটার মহম্মদ আসিফ অন্যান্য অফিস-আধিকারিক এবং সদস্যদের সঙ্গে বেআইনি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ ওঠে। এই মামলার আরও তদন্ত চলছে।
National Investigation Agency today conducted searches at seven locations in Rajasthan. Three searches were conducted in Kota district, one search each was conducted in Sawai Madhopur, Bhilwara, Bundi and Jaipur in connection with the PFI conspiracy case. pic.twitter.com/QGSxDsUN7L
— ANI (@ANI) February 18, 2023
উল্লেখ্য, গত মাসেও এনআইএ মরু রাজ্যের ৯টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশিতে মোবাইল, সিম কার্ড, ছুরি, অপরাধমূলক নথি, পোস্টার উদ্ধার হয়েছে।
এনআইএ মুখপাত্র এই অভিযান শেষে গত ১২ জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছিলেন, সাদিক সোরাফ, মুহাম্মদ আসিফ ও তাদের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্ত সহ রাজস্থান থেকে মুসলিম যুবকদের বেআইনি সন্ত্রাসীমূলক কাজকর্মে যুক্ত করার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, তাদের জ্বালাময়ী বক্তৃতা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ব্যাহত করেছে