NM-AS বিজেপি হচ্ছে 2 man army তীব্র কটাক্ষ বাবুলের
- আপডেট : ১৩ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 6
https://twitter.com/SuPriyoBabul/status/1481502418814881795?t=wtMHoUl9glFDGQj1JKmLpQ&s=19
পুবের কলম ওয়েবডেস্কঃ একু সময় তিনি ছিলেন বিজেপির ব্লু আইড বয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যম্ত স্নেহভাজন। সেই বাবুল সুপ্রিয় সরব হলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহর বিরুদ্ধে
এরমধ্যে গঙ্গা- যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বাবুল যোগ দিয়েছেন তৃণমূলে। এখন তিনি জোড়াফুল শিবিরের একজন প্রথমসারির সৈনিক।
প্রথম প্রথম বাবুল সেভাবে বিজেপির বিরুদ্ধে মুখ না খুললেও দিন যত এগোচ্ছে, তৃণমূলের সঙ্গে বাবুলের গাঁটছড়া দৃড় হচ্ছে ততই বাড়ছে আক্রমনের ঝাঁঝ।
ট্যুইটারে মোদি-শাহকে নিশানা করে বাবুল সুপ্রিয় লেখেন, ”চাকরির বাজার কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছে। আপনি সহজেই এর সঙ্গে সম্পর্কিত হবেন যে, রাজনীতিকরা পরবর্তী প্রজন্মের বিষয়ে যত্নশীল নন। বিজেপি, যে দলটি বিশ্বের বৃহত্তম দল বলে গর্ব করে, তা হল 2-ম্যান আর্মি। NM বা AS – তাদের ওয়ে বা হাইওয়ে।”
NM এবং AS বলতে যে বাবুল নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কে নিশানা করেছেন তা বলার অপেক্ষা রাখেনা। বাঙালি বিরোধী তকমাও দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীকে। দু’দফায় প্রধানমন্ত্রী থাকার পরেও কোন বাঙালি পূর্ণমন্ত্রী নেই কেন্দ্রীয় মন্ত্রীসভায়।