ভারতে বিদেশি পতাকা উত্তোলন বা বিদেশি দলের উল্লাসে নিষেধাজ্ঞার কোনও তথ্য নেই : স্বরাষ্ট্র মন্ত্রক

- আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: তথ্যের অধিকার (আরটিআই) এর অধীনে জিজ্ঞাসা করা প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, দেশের অভ্যন্তরে বিদেশি পতাকা ওড়ানোর উপর কোনও নিষেধাজ্ঞার বিষয়ে কোনও তথ্য নেই। তাছাড়া বিদেশি ক্রীড়া দল বা ব্যক্তিগত খেলোয়াড়দের পক্ষে ভারতে উল্লাস করা যাবে কি না সে সম্পর্কে কোনও তথ্য নেই।
ভাতিন্ডা ভিত্তিক আরটিআই কর্মী হরমিলাপ গ্রেওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ওইসব দেশের একটি তালিকা সরবরাহ করতে বলেছিলেন যেগুলোর পতাকা ভারতের মধ্যে কোনও ব্যক্তি তার বাসভবনে/প্রতিষ্ঠানে প্রদর্শন করা/উত্তোলন করা নিষিদ্ধ/অবৈধ।
গত বছরের অক্টোবরে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপনের অভিযোগে উত্তর প্রদেশে জম্মু-কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের বেশ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অধীনে মামলা করা হয়েছিল।