১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মদ খেয়ে মরলে এক পয়সাও ক্ষতিপূরণ নয় :  নীতীশ

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্কঃ মদ খেয়ে কেউ মারা গেলে বিহার সরকারের তরফে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। শুক্রবার বিধানসভায় এ কথা স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, ‘ আপনি যদি মদ খান, তাহলে আপনি এই ভাবেই মারা যাবেন।’ যারা মদের পক্ষে সওয়াল করছেন তাদের সাবধান করে দিয়েছেন নীতিশ। তিনি বলেন মনে রাখবেন, আপনারা যারা মদের পক্ষে গলা ফাটাচ্ছেন তারা সাধারণ জনগণের জন্য ভালো কিছু করছেন না। প্রসঙ্গত বিহারের চাপড়ায় বিষমদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩।

 

বিষ মদে ৫৩ জনের মৃত্যুর জন্য অনেকেই নীতীশকে দায়ী করার চেষ্টা করছেন। তবে যেসব রাজ্যে মদ নিষিদ্ধ নয়, তেমন রাজ্যেও বিষ মদে মৃত্যুর খবর হামেশাই পাওয়া যায়। তাই বিহারে মদ নিষিদ্ধ বলে এই মানুষগুলো লুকিয়ে বিষ মদ খাচ্ছে, একথা ঠিক নয়। এটা আসলে মদপন্থী ও মদলবির অপপ্রচার।  গত বুধবারও এ নিয়ে নীতীশ কুমারের সমালোচনায় সরব হয় বিজেপি। এক সময় বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভে মেজাজ হারান নীতীশ। একদা জোটসঙ্গী, অধুনা বিরোধী বিজেপির বিধায়কদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা সবাই মাতাল হয়ে গিয়েছেন।’

 

নীতীশের সাফ কথা মদ বন্ধ হয়ে বিহারের অপরাদ কমেছে। মহিলারা উপকৃত হয়েছেন। মদ সাধারণ পরিবারগুলোকে ধনে-প্রাণে শেষ করে দেয়। মদ সঙ্গে জোটায় বেশ কিছু সামাজিক অপকর্ম। তাই মদের পক্ষে তিনি কোনও সহানুভূতি জানাতে নারাজ। শুক্রবার ফের তা স্পষ্ট করে দেন নীতিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মদ খেয়ে মরলে এক পয়সাও ক্ষতিপূরণ নয় :  নীতীশ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মদ খেয়ে কেউ মারা গেলে বিহার সরকারের তরফে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। শুক্রবার বিধানসভায় এ কথা স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, ‘ আপনি যদি মদ খান, তাহলে আপনি এই ভাবেই মারা যাবেন।’ যারা মদের পক্ষে সওয়াল করছেন তাদের সাবধান করে দিয়েছেন নীতিশ। তিনি বলেন মনে রাখবেন, আপনারা যারা মদের পক্ষে গলা ফাটাচ্ছেন তারা সাধারণ জনগণের জন্য ভালো কিছু করছেন না। প্রসঙ্গত বিহারের চাপড়ায় বিষমদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩।

 

বিষ মদে ৫৩ জনের মৃত্যুর জন্য অনেকেই নীতীশকে দায়ী করার চেষ্টা করছেন। তবে যেসব রাজ্যে মদ নিষিদ্ধ নয়, তেমন রাজ্যেও বিষ মদে মৃত্যুর খবর হামেশাই পাওয়া যায়। তাই বিহারে মদ নিষিদ্ধ বলে এই মানুষগুলো লুকিয়ে বিষ মদ খাচ্ছে, একথা ঠিক নয়। এটা আসলে মদপন্থী ও মদলবির অপপ্রচার।  গত বুধবারও এ নিয়ে নীতীশ কুমারের সমালোচনায় সরব হয় বিজেপি। এক সময় বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভে মেজাজ হারান নীতীশ। একদা জোটসঙ্গী, অধুনা বিরোধী বিজেপির বিধায়কদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা সবাই মাতাল হয়ে গিয়েছেন।’

 

নীতীশের সাফ কথা মদ বন্ধ হয়ে বিহারের অপরাদ কমেছে। মহিলারা উপকৃত হয়েছেন। মদ সাধারণ পরিবারগুলোকে ধনে-প্রাণে শেষ করে দেয়। মদ সঙ্গে জোটায় বেশ কিছু সামাজিক অপকর্ম। তাই মদের পক্ষে তিনি কোনও সহানুভূতি জানাতে নারাজ। শুক্রবার ফের তা স্পষ্ট করে দেন নীতিশ।