পুবের কলম, ওয়েবডেস্ক: গাজা ইস্যুতে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমি বিশ্বাস করি কোনো শক্তিই ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে সরাতে পারবে না। অনেকে তা করার চেষ্টা করেছে এবং তারা সবাই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত দেড় বছর ধরে গাজায় যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।”
গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন এবং উপত্যকার নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন করলেন সিরিয়ার প্রেসিডেন্ট। আল-শারা বলেন, ট্রাম্পের পরিকল্পনা গুরুতর অপরাধ।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর যুক্তরাষ্ট্র উপত্যকাটির নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে বলে গত সপ্তাহে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দ্য রেস্ট ইজ পলিটিক্স (ব্রিটিশ পডকাস্ট)-কে দেয়া সাক্ষাৎকারে আল-শারা বলেন, “এমনটা হলে ফিলিস্তিনিদের আর গাজায় ফেরার ‘অধিকার’ থাকবে না। ট্রাম্পের প্রস্তাব সফল হবে না।”