১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে কোনও সাংবাদিক জেলে যাননি: এরদোগান

ইমামা খাতুন
  • আপডেট : ১২ মে ২০২৩, শুক্রবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমা বিশ্বের সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ  তাইয়্যেপ এরদোগান। দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিডিয়া খবর ছেপে আসছে যে, এরদোগানের শাসনামলে তুরস্কে মিডিয়ার স্বাধীনতা নেই বা হ্রাস পেয়েছে, আতঙ্কের পরিবেশে কাজ করতে হচ্ছে সাংবাদিকদের, কখনও কখনও তাদের জেলও হয়েছে। কিন্তু এসব খবরকে ভুয়ো ও ভিত্তিহীন বলে নস্যাৎ করলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আদর্শগত কারণে তুরস্কে কোনও সাংবাদিককে জেলে যেতে হয়নি। তিনি বলেন, তুরস্কের কারাগারে যেসব সাংবাদিক আছেন, তারা হয় কোনও সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য, নয়তো কোনও অপরাধ কর্মের কারণে। এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এরদোগান বলেন, ‘আমি যখন ইস্তান্বুলের মেয়র ছিলাম, তখন একটি কবিতা আবৃত্তি করার জন্য আমাকে জেলখানায় যেতে হয়েছিল। তখন আমাকে আদর্শগত কারণে জেলে যেতে হয়েছিল। কিন্তু বিচার বিভাগের তথ্য অনুসারে এখন কিছু সাংবাদিক জেলে যাচ্ছেন তাদের অপরাধের কারণে। এদের কেউ সন্ত্রাসী দল পিকেকের সঙ্গে জড়িত, আবার কেউ গুলেনপন্থি অপরাধীর চক্রের সদস্য।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে কোনও সাংবাদিক জেলে যাননি: এরদোগান

আপডেট : ১২ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমা বিশ্বের সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ  তাইয়্যেপ এরদোগান। দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিডিয়া খবর ছেপে আসছে যে, এরদোগানের শাসনামলে তুরস্কে মিডিয়ার স্বাধীনতা নেই বা হ্রাস পেয়েছে, আতঙ্কের পরিবেশে কাজ করতে হচ্ছে সাংবাদিকদের, কখনও কখনও তাদের জেলও হয়েছে। কিন্তু এসব খবরকে ভুয়ো ও ভিত্তিহীন বলে নস্যাৎ করলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আদর্শগত কারণে তুরস্কে কোনও সাংবাদিককে জেলে যেতে হয়নি। তিনি বলেন, তুরস্কের কারাগারে যেসব সাংবাদিক আছেন, তারা হয় কোনও সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য, নয়তো কোনও অপরাধ কর্মের কারণে। এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এরদোগান বলেন, ‘আমি যখন ইস্তান্বুলের মেয়র ছিলাম, তখন একটি কবিতা আবৃত্তি করার জন্য আমাকে জেলখানায় যেতে হয়েছিল। তখন আমাকে আদর্শগত কারণে জেলে যেতে হয়েছিল। কিন্তু বিচার বিভাগের তথ্য অনুসারে এখন কিছু সাংবাদিক জেলে যাচ্ছেন তাদের অপরাধের কারণে। এদের কেউ সন্ত্রাসী দল পিকেকের সঙ্গে জড়িত, আবার কেউ গুলেনপন্থি অপরাধীর চক্রের সদস্য।’